রবিবার, ১৪ জুন, ২০১৫

ঢাবি "খ" ইউনিট ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স !

DU Kha Unit

!

"ঢাবি" তে ভর্তি পরীক্ষার সুযোগ এখন মাত্র ১ বার। তাই নিজেকে প্রতিযোগিতার জন্য উপযুক্তরূপে প্রস্তুত করার জন্য পড়াশুনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা আবশ্যক। এসব কৌশল শেখার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট লার্নিং সিস্টেম; আর সেভাবেই আমরা সাজিয়েছি "ঢাবি খ ইউনিট" ভর্তির প্রাইভেট প্রোগ্রাম! সে লক্ষ্যেই আমরা অফার করলাম "ঢাবি খ ইউনিট" ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স!


[] বাংলা

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
১. পাঠ্যবই (গদ্য ও কবিতা)
২. বাক্যের ভুলের সংখ্যা নির্ণয়
৩. ণত্ব বিধান ও ষত্ব বিধান
৪. শব্দের অর্থ/ সমার্থক শব্দ
৫. বিপরীতার্থক শব্দ
৬. পারিভাষিক শব্দ
৭. সঠিক বঙ্গানুবাদ
৮. বাগধারা/ প্রবাদ প্রবচন
৯. সন্ধি/ সমাস
১০. উপসর্গ/ অনুসর্গ

** এছাড়াও যেসব বিষয় হতে প্রায়ই প্রশ্ন হয়:
১. প্রকৃতি ও প্রত্যয়
২. বাক্যে ক্রিয়ার বিভিন্ন রূপ পরিচিতি
৩. বাক্য সংকোচন
৪. ব্যুৎপত্তি নির্দেশ
৫. শুদ্ধ শব্দ নির্ণয়
৬. বাক্য প্রকরণ
৭. শব্দ গঠন

# পাঠ্যবই এর প্রশ্ন মডেল
* লেখক- জন্ম, মৃত্যু ও বিশেষ সাল/ উপাধি/ ছদ্ননাম
* লেখা- পত্রিকা/ প্রকাশ সাল/ সম্পাদক
*** উপকরণ- লেখার অন্তর্গত বিষয়াবলী;
যেমন- 'কৌপীন' শব্দটি 'সাহিত্যে খেলা' রচনার অন্তর্গত।
~ নীল পেন্সিল < হৈমন্তী


[] English

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
1. Text Book
2. Forms of Word
3. Correct Sentence Selection
4. Appropriate Preposition
5. Linking Words
6. Synonym
7. Antonym
8. Correct Spelling
9. Either _ or/ neither _ nor
10. Tag Question
11. সঠিক ইংরেজি অনুবাদ
12. Right Forms of Word / Verb
13. Subject- Verb Agreement

** এছাড়াও অধ্যয়ন করতে হবে:
1. Conditional Sentence
2. Use of Articles
3. Idioms and Phrases
4. Group Verbs
5. English Literature Info.

# Question Model of Text Book:
*** Word Meaning/ Synonym/ Antonym/ Derivatives (Word Formation):
(i) Which pair of words is synonymous?
→ waste, trash
From: Unit Six> Lesson-2> Work-"B" and "C"
(ii) "Contaminate" means___________.
→ pollute
From: Unit Six> Lesson-2> Work-"C"> Line-"9"
(iii) "Niche" means___________?
→ hollow
From: Unit Four> Lesson-5> Work-"A"> Line-"15"
(iv) The word "Substantiate" is a/an __________.
→ verb
From: Unit Fifteen> Lesson-3> Work-"B"> Line-"4"> Word-"3"
*** Fill in the blank:
(i) Camping _________ usually provide facilities _________ entertainment.
→ sites, for
From: Unit Four> Lesson-1> Work-"C"> Line-"23"
(ii) He got a ________ of land ________ his village.
→ lease, in
From: Unit Twenty> Lesson-3> Work-"B"> Line-"11"
(iii) One of the ________ of globalization is cultural ________.
→ effects, assault
From: Unit Twenty-one> Lesson-5> Work-"D"> Line-"Headline"

*** Textual Grammar:
(i) Choose the correct sentence.
→ His hair is not straight but curly.
From: Unit Five> Lesson-1> Work-"E"> Line-"5"
*** Textual English Literature
(i) In Shelley's "Ozymandias" 'frown', and 'sneer of cold command' are seen on _________.
→ shattered visage
From: Unit Seventeen> Lesson-7> Work-"B"
* Textual G.K.
(i) The Taj Mahal is a/an ________ monument of the ________ century.
→ Moghal, 17th
From: Unit Eighteen> Lesson-4> Work-"C"> Line-"2"


[] সাধারণ জ্ঞান:

*** যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়/ প্রশ্ন মডেল:
১. সাধারণ 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

২. সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

৩. মৌলিক জ্ঞান:
√ অর্থনীতি
√ পৌরনীতি
√ সমাজবিজ্ঞান
√ ইতিহাস
√ ভূগোল
ও অন্যান্য

প্রশ্নের উৎস: প্রতি বছরই যেসব বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয় তার উৎসসমূহ নিম্নরূপ-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত (R1+A1) M+
২. বিজ্ঞান ও প্রযুক্তি / কম্পিউটার M+
৩. শব্দের উৎস ভাষা নির্ণয় M+
৪. সংবিধান, সংসদ ও মন্ত্রণালয় Q1.M+
৫. মুক্তিযুদ্ধ ও অন্যান্য স্বাধিকার আন্দোলন M+
৬. ইতিহাস/ জনপদ/ ঐতিহাসিক নিদর্শন Q1.M+
৭. "___" গ্রন্থটির লেখক কে? M+
৮. শিক্ষা ব্যবস্থা এবং উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি M+
৯. রিপোর্ট- সমীক্ষা Q1.M+
১০. "___" এর প্রবক্তা কে? M+
১১. "___" কোন বিষয়ের অধ্যয়ন? M+
১২. পদক-পুরষ্কার-সম্মাননা M+
১৩. সরকার ও এর অঙ্গসংগঠন সম্পর্কিত M+
১৪. জাতিসংঘ/ সার্ক M+
১৫. বিভিন্ন দেশের রাজধানী, পার্লামেন্ট ও মুদ্রার নাম এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম M+
১৬. দূর্যোগ- দূর্ঘটনা M+
১৭. পজিটিভ বাংলাদেশ (আবিস্কার, উন্নয়ন এবং অবদান) M+
১৮. জয়িতা (বিশ্বে নারীদের বিশেষ পদ গ্রহণ ও অবদান) M+
১৯. চুক্তি-সনদ-সম্মেলন M+
২০. খেলাধুলা (Ban1+ Wor1) M+
২১. আন্দোলন/ বিদ্রোহ/ প্রতিবাদ
২২. বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন/ প্রতিষ্ঠান
২৩. দেশিয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সম্পর্কিত
২৪. বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ ও বিপ্লব (May be)
২৫. পরিবেশ (আবহাওয়া ও জলবায়ু) রক্ষায় সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম M+
২৬. বাংলাদেশের নদ-নদী M+
২৭. বাংলাদেশের প্রাকৃতিক ও শক্তি সম্পদ
২৮. রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কিত
২৯. বিখ্যাত স্থাপনা/ ভাস্কর্য (May be)
৩০. দেশিয় ও বৈদেশিক বিখ্যাত চলচ্চিত্র
৩১. বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩২. বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩৩. তারিখ/ প্রতিদিনের বিশ্ব (জানুয়ারি হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত) M+
যেমন- "--ঘটনাটি--" কোন তারিখে হয়েছে?


প্রশ্ন বিশ্লেষণ!
(২০১১ সালের প্রশ্ন বিশ্লেষণ):

[] বাংলা:
√ টেক্সট বুক- ৮ টি
√ ভাষা জ্ঞান- ৪ টি
√ ব্যাকরণ- ১১ টি
√ অন্যান্য- ২ টি
মোট= ২৫ টি
এখানে,
~ পাঠ্যবই হতে ব্যাকরণ- ১ টি

[] English:
√ Text Book- 6 Qus
√ Grammar- 7 Qus
√ LK- 3 Qus
√ Passage- 8 Qus
√ Others- 1 Qu
Total= 25 Questions
এখানে,
~ Vocabulary সমূহ LK এর অন্তর্ভুক্ত যা,
Text Book হতে- 3 Qus
সাধারণভাবে- 1 Qu (Passage হতে)

[] সাধারণ জ্ঞান:
√ সাধারণ 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ৭টি
বিশ্ব- ৬টি
মোট= ১৩টি
√ সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ১৪টি
বিশ্ব- ৯টি
মোট= ২৩টি
√ মৌলিক জ্ঞান
মোট= ১৪টি
+ সর্বমোট= ৫০টি
এখানে,
~ গত বছরের প্রশ্ন হতে Repeat প্রশ্ন হয়েছে:
বাংলাদেশ- ২টি
বিশ্ব- ১টি
মোট= ৩টি (সাম্প্রতিক সাধারণ জ্ঞান)

---
© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

শুক্রবার, ১২ জুন, ২০১৫

মেয়েদের চোখে স্মার্ট হওয়ার ১১ টি কৌশল!

যেসব মেয়ে স্মার্ট ছেলেদের সঙ্গে রিলেশনসিপে থাকতে চায় তারা ছেলেটির কিছু বাহ্যিক আচরণের ভিত্তিতে তার ভিতরের রূপের একটা মোটামুটি ধারণা করে নেয়। তাই বাস্তবে আপনার অবস্থা যাই হোক না কেনো এমন মেয়ের সঙ্গে রিলেশনসিপের শুরুতে আপনাকে অবশ্যই উপস্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, নয়তো প্রথমেই আপনি অপছন্দের বস্তুতে পরিণত হবেন। মেয়েটি যখন আপনার প্রতি দূর্বল হয়ে পড়বে তখন আপনি আপনার সিস্টেম কিছুটা এদিক সেদিক করতেও পারবেন, তাতে তেমন সমস্যা হবে না। তাই প্রাথমিক এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হোন।

১. মধুর ও স্মার্ট কথাবার্তা: কথাবার্তায় স্মার্ট হোন; আঞ্জলিক সুর পরিহার করুন। প্রয়োজনে ইংলিশ-বাংলিশ সুন্দর করে মিশিয়ে স্মুথ ভাষা তৈরী করুন, তবুও অপ্রচলিত গ্রাম্য শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। শুদ্ধ উচ্চারণ শিখুন, সে এটাতে মুগ্ধ হবে।

২. বডি ফিটনেস: ছেলেদের প্রতি মেয়েদের প্রধান আর্কষণই হলো ছেলেদের বডি ফিটনেস। একটা মেয়ে অবশ্যই হ্যাংলা কিংবা মোটকু একজন ছেলের প্রতি আর্কষণ বোধ করে না। তাই বডি ফিট করুন। 'তাহসান' এর নারীভক্তদের সংখ্যা এতো বেশি হওয়ার রহস্যই হলো তার বডি ফিটনেস, স্মার্টনেস ও
রোমান্টিকতা।

৩. সুন্দর ডাবিং সত্য: "রিলেশনসিপে মিথ্যা বলতে হয়" এটাই নাকি সত্য। তবে প্রথমদিকে আপনার কথার সঙ্গে কাজে ঠিক ঠিক মিল রাখবেন যাতে মেয়েটি আপনাকে বিশ্বাস করতে শিখে। যদি মিথ্যা বলতে হয় তা খুব মসৃণ করে বলবেন যেন তা মিথ্যা বলে মনে না হয় এবং ভবিষ্যতে তা নিয়ে পুনরায় আলোচনা হওয়ার সম্ভাবনা না থাকে।

৪. পরিচ্ছন্নতা: পরিচ্ছন্নতার বিষয়টি সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ফেস, চুল ও বডির যতটুকু প্রকাশ পায় তা যেন সুন্দর ও মসৃণ থাকে। কোনভাবেই যেন চামড়ায় বয়স্কের ছাপ ফুটে না উঠে। এছাড়াও ক্লিন-সেভ একটি সুন্দর টনিক।

৫. ঠাণ্ডা মেজাজ: "রেগে গেলেন তো হেরে গেলেন" এটি অন্য ক্ষেত্রে মেনে না চললেও এখানে আপনাকে মেনে চলতেই হবে। কোনো রাগের কথা হলেও তা হেসে অন্যভাবে টেনে নিয়ে এড়িয়ে চলুন এমন ভাব নিয়ে যেন আপনি তাতে খুশিই আছেন যদিও আপনি তাতে একামত নন।

৬. ক্লিন পোশাক: যখন মেয়েটির সঙ্গে দেখা করবেন তখন অবশ্যই ক্লিন পোশাক পারবেন। যদি পোশাকে ময়লা বা উৎকট গন্ধ থাকে তবে প্রথমেই সে ফিরে দাঁড়াবে। তাই এ বিষয়ে সচেতন হোন।

৭. হালকা পারফিউম: গাঢ় নয়, বরং হালকা পারফিউম ব্যবহার করুন যাতে অনুভব হয় আপনি এমন এক সুগন্ধি দিয়েছন যা বুঝতে অনুভূতি খাটাতে হয়, যেন প্রেম প্রেম ভাব।

৮. উন্নত টুথপেস্ট ব্যবহার করুন: মুখে যেন কখনই গন্ধ উৎপন্ন না হয় তাই নিয়মিত ব্রাশিং করতেই হবে আর যদি সম্ভব হয় স্নিগ্ধ পারফিউমের উন্নত টুথপেস্ট ব্যবহার করা ভালো যাতে মুখে সুগন্ধের একটি লুকোচুরি লুকোচুরি ভাব থাকে।

৯. স্মার্ট গিফট: মাঝে মাঝে তার জন্য কিছু স্মার্ট গিফট কিনুন। যদি গিফটটি সাধারণ হয় তবে তা রোমান্টিকভাবে জীবনের কোনো অনুসঙ্গের সঙ্গে মিল দিয়ে উপস্থাপন করুন।

১০. ধুমপানে সতর্ক হোন: যদি মেয়েটির কাছে সিগারেটের গন্ধ উৎকট হয় তবে তার সঙ্গে দেখা করার সময় সিগারেট বহন করা থেকে বিরত থাকুন। বরং কিছু আনকমন চকোলেট কিনে নিন যাতে তাকে বলতে পারবেন এটা অমুক-তমুক উন্নত দেশের চকোলেট।

১১. একটু অভিনয় শিখুন: সুন্দর হাসি ও কথাকে ঘুরিয়ে অনুকূলে এনে তাকে মধুর কিছু উত্তর ও আনন্দ দেওয়ার জন্য কিছু অভিনয় শিখুন। তবে কখনই কোনো মেয়েলি ভাব করবেন না, এটা মেয়েদের কাছে হাস্যকর।

লেখক ও গবেষক:
মোঃ মেহেদী হাসান,
Father of
Method of Creative Adaptation System MCAS.

টেলিমালের ক্যামেরা কিনেছেন তো ঠকেছেন!

বিভিন্ন টেলিমাল কোম্পানি তাদের নাম ও ব্রান্ডবিহীন ক্যামেরা আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছে যাতে তারা ব্যাপক লাভবান হচ্ছে আর ক্রেতাগণ সুভঙ্করের ফাঁকিতে পড়ে দিন দুপুরে জোনাকি দেখছেন। বিশেষত তরুণ সমাজ যাদের একটি ভালো ক্যামেরার শখ তারাই এর শিকার হচ্ছেন; এর আকর্ষণীয় বিজ্ঞাপনে তারা তাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলে ধরে নেয় যা লুডু খেলার পাকা গুটি কাটা যাওয়ার মতো একটি বিষয়ে পরিণত হয়।

এরা কিভাবে কৌশল প্রয়োগ করে?
এরা প্রধানত টিভি চ্যানেলে এ্যাড দেয় এবং তাতে উল্লেখ করে 'অমুক টেলিকম কোম্পানির পক্ষ থেকে বাৎসরিক ছাড় হিসেবে একশটি ক্যামেরা ২৫ হাজার টাকার পরিবর্তে মাত্র ৭৫০০ টাকায় দেওয়া হচ্ছে। সৌভাগ্যবান ক্রেতা হয়ে একশোজনের মধ্যে থাকতে এখনই আমাদের অনুষ্ঠান চলাকালীন স্কিনের ইনসেটে দেওয়া এই ফোন নাম্বারে কল করুন।'
তারপর কেউ ৭০০ তম ব্যক্তি হিসেবে ফোন করলেও তারা জানাবে অভিনন্দন! আপনি ১০০ জনের মধ্যে আছেন। তারপর আপনার ঠিকানা চেয়ে নিয়ে রেজিস্টার করবে এবং ২৪ ঘন্টার মধ্যে লোক মারফত আপনাকে স্থানীয় কোনো শহরের বিশেষ স্থানে এসে আপনার পার্সেল গ্রহণ করতে বলা হবে। আপনি গিয়ে প্রাইস পে করে সেটি আনলেই দিনে জোনাকি দেখবেন।


এসব ক্যামেরার মান কেমন?
১. এসব ক্যামেরা আসলে ক্যামেরা নয়, বোকা বানানোর পণ্য। এর ভিডিও কোয়ালিটি একেবারে লো, সে হিসেবে এর দাম ২৫ হাজার বা ছাড়ে পাওয়া ৭৫০০ টাকা দূরে থাক ৩০০০ টাকা হওয়ারও যোগ্য নয়। এসব ক্যামেরা আপনাকে যে মোড়ক তথা কার্টনে করে দেওয়া হবে সেই কার্টনে একটি উন্নত ক্যামেরার ছবি থাকবে এবং অনেক সার্ভিস বন্দনা থাকবে যা বাস্তবের ক্যামরাটির সার্ভিস কন্ডিশনের সঙ্গে মিল নেই।
২. এর দাম যেখানে ৭০০০ হতে ৭৫০০ টাকা ধরা হয় সেখানে ৬৯০০ টাকার ওয়ালটন এ্যান্ডোয়েড ফোনের ক্যামেরার ভিডিওর মান এসব ক্যামেরার চেয়ে অনেক বেশি উন্নত।
৩. এসব ক্যামেরায় জুম হয় না, জুম করলে ভিডিও অস্পষ্ট ও ঝাপসা হয়। এসব ক্যামেরায় আলাদাভাবে জুম লেন্সও সেট করা যায় না।

তাই আজকের ফটোগ্রাফির শখপ্রিয় তরুণ-সমাজ এসব ক্যামেরা কেনা থেকে বিরত থাকুন এবং ফেসবুকে এটি শেয়ার করে আপনার বন্ধুদের সচেতন করুন।


© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

পুরুষের লিঙ্গ কি সত্যিই বর্ধিত করা সম্ভব?

যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে একটি সাধারণ ভুল ধারণা হচ্ছে যে, লিঙ্গ যত বড় হবে যৌন তৃপ্তি তত বেশি হবে; এবং সেই ধারণা থেকেই আমাদের সমাজে পুরুষরা সাধারণত লিঙ্গ বর্ধিত করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিতে হন্ন হয়ে পড়ে, বিশেষত যাদের লিঙ্গ স্বাভাবিকের চেয়ে একটু ছোট। তবে বর্তমানকালে লিঙ্গ বর্ধিত করার ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি এবং বিজ্ঞাপন সমাজে এবং মিডিয়ায় পাওয়া যায় তা কতটা বাস্তবসম্মত ও ফলপ্রসু সেই বিষয় নিয়েই এখন আলোচনা করা হবে।



পেনিস এক্সটেন্ডার টুল: এই টুলসটি উপরের চিত্রে দেখা যাচ্ছে ১ও ২ নং ইনসেটে। যারা পেনিস ইনলারজমেন্ট বিষয়ে অনলাইনে সার্স দিয়েছেন তারা এ বিষয়ে জানেন। ৩ নং ইনসেটে হস্তশিল্পের মাধ্যমে এটির তৈরীকৃত একটি মডেলের ফটো দেওয়া হয়েছে।


এর পক্ষে যে সব ব্যাখ্যা আছে তা হল-
১.এটি প্রাকৃতিক পদ্ধতিতে কোষের গতিশীলতাকে বৃদ্ধি করে কোষগুলোকে দূরে অবস্থান করে নিজেদের আকৃতি বৃদ্ধি করে লিঙ্গকে স্থায়ীভাবে বর্ধিত করবে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়।
২.এটি প্রাকৃতিক পদ্ধতি নির্ভর তাই এর ফলাফল কৃত্রিম মেডিসিন প্রয়োগের ফলের মতো সাময়িক না হয়ে স্থায়ী হবে বলে ব্যাখ্যা করা হয়।
৩.মায়ানমারে 'কায়া' নামক একটি নৃগোষ্ঠী আছে যারা তাদের মেয়েদের গলায় একটি নির্দিষ্ট বয়সে স্প্রিং লাগিয়ে দেয় যা দীর্ঘদিন তারা ব্যবহার করে এবং এতে করে তাদের নারীদের গলা হাসের গলার মতো লম্বা হয়ে যায়। তাদের এই হাসের মতো লম্বা গলা সেই নৃগোষ্ঠীর ঐতিহ্য ও বিশেষত্ব হিসেবে তারা পরিগণিত করে এর জন্য গর্ববোধ করে। এই বাস্তব উদাহরণটি পেনিস এক্সটেন্ডার টুলের ক্ষেত্রেও একই রকম ফল দিবে বলে এক্সটেন্ডার টুলস কোম্পানিগুলো ব্যাখ্যা করে।

এসব ব্যাখ্যা শুনে অনেকেই বিদেশ থেকে উচ্চদামে এটি কিনে আনতে বা অনলাইনে অর্ডার করতে হন্ন হয়ে পড়ে কারণ বাংলাদেশে সেক্সটয় বা এসব প্রডাক্ট বিক্রি করা অনুমোদিত নয়।

আসলেই কি এটি ফলপ্রসু?
অনেক তত্ত্ব ও ভিডিওসহ ব্যাখ্যা থাকলেও এটি ফলপ্রসু নয়। এর উদ্দেশ্যই হলো মনোমুগ্ধকর ব্যাখ্যা শুনিয়ে মানুষকে মুগ্ধ করে এই প্রডাক্ট উচ্চদামে বিক্রি করে লাভবান হওয়া। এটি ফলপ্রসু হয় না কারণ:
১.লিঙ্গ তো আর গলার মতো স্থির অঙ্গ নয়, এটি কখনও ইরেক্ট হয়ে স্থুল হয় আবার শিথিল হলে স্থিমিত হয়; লিঙ্গ স্থুল হওয়া অবস্থায় এটি লাগালে পরে লিঙ্গ স্থিমিত হয়ে গেলে তা খুলে পড়ে।
২.এটি কিছুটা স্থান দখল করে তাই এটি লাগিয়ে প্যান্ট পড়ে বাহিরে হাটাচলা করা যায় না।
তাই ব্যাখ্যাটি বিজ্ঞনসম্মত হলেও এটি বাস্তবে প্রয়োগ করা যায় না।

যদি এই গবেষণাটি বাস্তবসম্মত মনে না হয়ে থাকে তাহলে বিদেশ থেকে এই টুলস না এনে নিজেই এই টুলসটি তৈরী করে প্রয়োগ করে দেখতে পারেন। টুলসটি হস্তশিল্পের মাধ্যমে তৈরী করার পদ্ধতি জানতে ভিজিট করুন:
http://facebook.com/methodMCAS

অন্যান্য পদ্ধতিসমূহ:
VigRX, MAN Up, prosolution, X Man Power ইত্যাদি পিল ও মেডিসিন পেনিস এক্সটেন্ডার সাপ্লিমেন্ট হিসেবে বিক্রি হয়ে থাকে। এসবের ব্যাখ্যা হচ্ছে এসব মেডিসিন যৌনতন্ত্রের কোষকে সাপ্লিমেন্ট ভিটামিন ও হরমোন সরবরাহ করে যৌনাঙ্গকে সজীব ও প্রাণবন্ত করে তোলে এবং এই প্রকৃয়ায় লিঙ্গ বর্ধিত হয়। এই ব্যাখ্যা শুনে মানুষ সহজেই আস্থা অর্জন করে তা প্রয়োগ করে কিন্তু আশানুরূপ ফল পায় না। কারণ, এসব মেডিসিন একটি সাময়িক সজীবতা সৃষ্টি করে যা কোন মেডিসিনের ক্ষেত্রে ২৪ ঘন্টা আবার কোনটার ক্ষেত্রে ৭ দিন বা তার বেশি ফল দেয়; আবার ক্রমাগত সেবনের ফলে লিঙ্গকে কিছুদিন বা কয়েক বছর সময় সজীব রাখে। তবে এই পদ্ধতি এপ্লাই করার পর তা ছেড়ে দিলে মেডিসিন ব্যবহারের পূর্বের ন্যায় স্বাভাবিক সজীবতাও ব্যাহত হয়; আবার দীর্ঘদিন এসব ব্যবহারের ফলে এসব মেডিসিনও এক সময় তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে।

তাহলে সমাধান কি?
লিঙ্গ বর্ধিত করা যেহেতু একটি আশানুরূপ ফলপ্রসু পদ্ধতি নয় তাই যৌন চাহিদা পূরনের ক্ষেত্রে অন্যসব পদ্ধতি এপ্লাই করুন; কোনো যৌনরোগ থাকলে তার চিকিৎসা নিন। কিছু পাচ্ছি না এমন খুঁতখুঁতে মানসিকতা ছেড়ে দিন এবং যা পাচ্ছেন তাকেই সুন্দর মনে করুন। আর অবিবাহিতরা মানসিকভাবে গবেষণা করে এমন একজনকে জীবনসঙ্গিনী হিসেবে খুঁজে নিন যার খুঁতখুঁতে স্বভাব নেই এবং স্বভাবিক প্রাপ্তি পেলেই সন্তুষ্ট থাকবে। মিলনের সময় ভালোবাসা এবং স্বস্তি নিয়ে মিলন করুন।

লেখক ও গবেষক:
মোঃ মেহেদী হাসান,
Father of
Method of Creative Adaptation System MCAS.


Is It Possible to Enlarge a Penis Really?

To fulfill sexual-demand there is a common wrong concept that, as large is the sex-organ as much is the sex-taste; and according to that concept the males of our society become crazed to apply different methods of enlarging penis, specially whose penis are small than the normal. However, the methods and advertisements of penis enlargement we get in society and media how much are they realistic and effective is the topic of discussion now.



Penis Extender Tool: This tool is being seen at the no. 1 and 2 inset of the above picture. Who searched about Penis Enlargement at online knows about it. At the no. 3 inset a photo of a model of it made according to handicraft has been attached.

The exemplifications in favour of it is that−
1.`It increases the dynamicity of cells naturally, thus the cells stay far and enhance their size, and in this way the penis will be enlarged permanently’ is exemplified scientifically.
2.`As it is a natural method the result of it will not be onetime like applying medicines, will be permanent’ is exemplified.
3.There is a sub-nation in Myanmar named `Kaya’ who sets up spring at the neck of their girls at a definite age and uses it for a long time. Thus the necks of their females become long like a duck. This long nick like duck of them is placed upon as their tradition and specialty and they became proud of that. This real example will be so effective for penis extender tool is exemplified by the penis extender tool companies.

Is It Effective Really?
Though there are many theories and exemplifications with videos it is not effective. The purpose of it is that sealing this product at huge amount of money to get profit showing charming exemplification and thus make men charmed. It does not become effective, because:
1. Penis is not such a static organ like neck, sometimes it becomes enlarged when erected and become small after vanishing erection. If it is placed at the time of erection it became loose and out off after the time of vanishing erection from the penis.
2. It takes some space, so it is not possible to wear a pant and walking outside setting it at penis.

So, it is not applicable really though the explanation is scientific.
If this research is not seems to realistic you can apply it making it wonself. To know the method of making the tool with handicraft visit:
http://facebook.com/methodMCAS

Other Methods:
VigRX, MAN Up, prosolution, X Man Power etc capsules and medicines are sold as penis extender supplement. The exemplification of these is that these medicines supply supplement vitamins and hormones to the calls of sex-organs and make it living and vivid, thus enlarged the penis. Hearing this exemplification men become hopeful and apply them but does not get result according to hope. Because, these medicines make a onetime freshness to sex-organs that exists for 24 hours for a medicine and 7 days or than more for another, and by applying continuously make sex-organs fresh for some days or some years. However, suddenly stopping this method after applying it the simple freshness of sex-organs become declined that of before using medicine; and using these medicines for a long time these medicines lose their action power at a time.

So, What Is The Solution?
As penis enlargement is not a hopeful effective method, so apply other methods to fulfill sexual-demand. Take treatment if any sexual disease is existed at you. ``I am not getting anything” shake off this fastidious mentality and think fine what are you getting. And the unmarreds take a life-partner by mental research who have no fastidious habit and will be satisfied getting simple desired. Make sex with love and satisfaction at the time of sex.

Writer & Researcher:
Md. Mahadi Hasan,
Father of,
Method of Creative Adaptation System MCAS.


How to copyright a 'Movie Script' in Bangladesh?

After finish writing your Movie Script learn how to copyright it in Bangladesh!

Steps:
1.Make *two copies spiral books of your work at A4 Papers including 'Name of work, Name of maker, Address and Nationality'on the cover page of the work book.


2.You will have to pay fee Tk-1000 via treasury chalan at Sonali Bank using the code No: 1-3437-0000-1841 and save the main *copy of payment.

3.You will have to fill up *three set forms of Copyright Application.

4.Make a Commitment Paper at non judicial stamp of Tk-300 (Use three pieces of Tk-100 for convenience) including the facts:
I. Deceleration of Basic work.
II. Deceleration about Cases.
III. Carrying responsibilities according to Law.

Then submit All these materials at Copyright Office, Bangladesh.
After two months phone to the office and after issuing the Certificate collect your certificate.




 

-Applied by,
Md. Mahadi Hasan,
Scenario writer of 'Khelaghar 2'