শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

কীভাবে ট্রেজারি চালান ভেরিফিকেশন করবেন?


বিভিন্ন ক্ষেত্রে সরকারি সেবার ফি পরিশোধ করতে ট্রেজারি চালানের মাধ্যমে তা পে-ইন করতে হয়। কোন ক্ষেত্রে দূর্ঘটনাবসত ব্যাংকে প্রদত্ত টাকা সময়মত পরিশোধিত না হলে আপনার কাঙ্ক্ষিত সেবাটির ফি অপরিশোধিত থাকার ফলে আপনি উক্ত সেবাটি পেতে সমস্যায় পড়বেন এবং অনেক ক্ষেত্রে আপনি সেবাটি নাও পেতে পারেন বিশেষ করে এটি যখন চাকুরির পরীক্ষার আবেদন ফি এর মতো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার মতো কোন ফি হয়ে থাকে। তাই সচেতন ব্যক্তি হিসেবে আপনার পেমেন্ট সম্পর্কে সময়মত নিশ্চিত হোন।

এবার জেনে নিন কীভাবে আপনার পেমেন্ট এর অনলাইন ভেরিফিকেশন করবেন!
ব্যাংকে টাকা পে-ইন করার ৪৮ ঘন্টা বা ২ দিন পর সরকারি ওয়েবসাইট www.cga.gov.bd তে চলে গিয়ে "Online Chalan Verification" অপশনে চলে যান।
এবার আপনার পে-ইন তথ্য হিসেবে ব্যাংক ও শাখার নাম, ব্যাংক কতৃক ইস্যুকৃত চালান নম্বর এবং পে-ইন করার তারিখ দিয়ে সাবমিট করুন।
অল্পক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনার ট্রেজারি চালানের ভেরিফিকেশন স্টেটমেন্ট।

ধন্যবাদ, ভালো থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন