সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

সরকারি চাকরীতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি অযৌক্তিক!

জব অ্যান্ড লাইফ



সরকারি চাকরীতে প্রবেশের বয়সসীমা '৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর’ করার দাবি অযৌক্তিক— এটি বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত!

সাধারণত, দেখা যায়— সার্টিফিকেট অনুযায়ী ২৪-২৫ বছর বয়সের মধ্যেই আমাদের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন হয়ে যায়। সেই হিসেবে আমরা সরকারি চাকরিতে প্রবেশের জন্য ৫-৬ বছরের মতো সময় পেয়ে যাই।

সরকারি চাকরিতে প্রবেশের জন্য একজন মেধাবী, পরিশ্রমী ও সময়সচেতন ছাত্রের জন্য এই ৫-৬ বছরই যথেষ্ট। যে কমিশন বাংলাদেশে এই বিধান প্রতিষ্ঠা করেছে তারা ভেবে-চিন্তে হিসাব-নিকাশ, গবেষণা করেই এটা করেছে। তারা মেধাবীদের কথা চিন্তা করে এবং দেশের উন্নয়নের কথা মাথায় রেখেই এটাকে আদর্শ মাপকাঠি হিসেবে নির্ধারণ করেছে।

দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্র-ছাত্রী এই সময়টাকে কাজে না লাগিয়ে ভণ্ডামি করে ঘুরে বেড়িয়েছে এবং লাইফ থেকে এই সময়টাকে নষ্ট করে ফেলেছে, এখন তাদের বোধোদয় হয়েছে এবং তারা এখন এই সময় বাড়িয়ে নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে।

তাদের এই অযৌক্তিক আন্দোলন সফল হলে এবং এই দাবি বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশের জন্য একটি আত্নঘাতী সিদ্ধান্ত। কারণ এতে রাষ্ট্রের অর্থনীতি ও উন্নয়নে এমনকি সামাজিক ক্ষেত্রেও তা কীরূপ প্রভাব ফেলবে তা নিম্নে তুলে ধরার চেষ্টা করছি—

১. এর মাধ্যমে রাষ্ট্র অগ্রগতির পরিবর্তে পশ্চাপদতার দিয়ে ধাবিত হবে। যে প্রতিযোগীরা ৩০ বছরের মধ্যে সরকারি চাকরিতে সফল না হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেয় এর ফলে তারা আরও ৫ বছর ধরে অহেতুক চেষ্টা করে আরো কিছুদিন বেকার থাকবে। বাস্তবে এখন পর্যন্ত তারা সেই সময়টাতে বেসরকারি জব করে বেশ কিছুটা উৎপাদশীল কাজ করে নিজেরাও কিছুটা ইনকাম করে আর তা জাতীয় আয় ও দেশের উন্নতিতেও অবদান রাখে।

২. তারা নিজেরা ভণ্ডামি করে সময় নষ্ট করেছে, এখন তারা সময় বাড়িয়ে নিয়ে প্রতিযোগীর সংখ্যা বাড়াবে; ফলে তরুণ প্রতিযোগীর জন্য তারা চাকুরীর বাজারটা আরও কঠিন করে তুলবে। একে তো তারা নিজের দোষে নিজেরা বুড়া হয়েছে, এখন তারা তরুণদেরকেও বুড়া বানিয়ে ছাড়বে। এতে করে দেশের ইয়ং লাইফটাইমের একটি প্রডাকটিভ প্রিয়ড আনপ্রডাকটিভ হয়ে থাকবে।

৩. চেষ্টা করেও তারা যখন এই ৫-৬ বছরে পারে নি তখন প্রবেশের বয়সসীমা ৩৫ করা হলে বাকি ৫ বছর তারা ভিন্ন পদ্ধতি তথা অসদুপায় অবলম্বন করে তরুণদেরকে ন্যায্য প্রাপ্তি হয়ে বঞ্চিত করবে।

৪. এই আন্দোলনকারীরা যোগদান বয়সসীমার শেষের দিকে কোনোভাবে ৩৪-৩৫ বছর বয়সে সরকারি চাকরিতে জয়েন করলে ১৯-২৪ বছর বয়সী মেয়েকে বিয়ে করবে। পরিবারের চাপে অনিচ্ছা সত্ত্বেও এসব মেয়েরা রাজি হয়ে যাবে। বিয়ে হবে। কিন্তু এত বয়সের ব্যবধানে তাদের মনস্তাত্ত্বিক সমস্যা হবে, ফলে মেয়েটা যা প্রত্যাশা করেছিল তা পাবে না। ফলে পরিবারে মেয়েদের মানসিক অশান্তি এবং ডিভোর্সের মাত্রা বেড়ে যাবে।

৫. এর ফলে লেখাপড়া শেষে ছাত্রদের জীবনচক্রে একটা অসহনীয় শূন্যস্থান সৃষ্টি হবে; চাকুরী পেতেই যদি জীবনের ১০ বছর যায়, তাহলে লাইফে আর থাকে কী?

৬. এতসব দূর্গতি তরুণদের মাঝে হতাশার সৃষ্টি করবে; ফলে আবেগপ্রবণ তরুণরা হতাশ নিরাশ হয়ে নেশা, অপকর্ম, অপরাধ ইত্যাদিতে জড়িয়ে পড়বে। সেটা হবে সমাজ ও দেশ ধ্বংসের সুত্রপাত।

অনেকে হয়তো বলতে পারেন যে, কারো জীবনে হয়তো দুর্ঘটনাও তো থাকতে পারে, সেজন্যও কি সময়টা একটু বাড়ানো উচিৎ নয়? তার উত্তর আমি এভাবে দিচ্ছি— অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের দোহাই দিতো। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট নাই, এখন দেখা যাচ্ছে অন্যসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাই হয় নাই অথচ তারা ভর্তি নিয়ে ক্লাসও শুরু করেছে এবং তারা সাড়ে তিন বছরে স্নাতক শেষ করার কার্যক্রম হাতে নিয়েছে। আর অল্প কিছু মানুষের ব্যক্তিগত জীবনের দুর্ঘটনার জন্য সেই প্রভাব কেন আপামর তরুণেরা সাফার করবে?

সরকারি চাকরিতে যোগদানের জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তার জন্য এই পাঁচ বছরই যথেষ্ট, কোনোভাবেই ১০ বছর নয়। সুপরিকল্পিত পড়াশুনায় ৫ বছরে যা সম্ভব, ভণ্ডামি মার্কা হালকা-পাতলা পড়াশুনায় ১০ বছরেও তা সম্ভব নয়।

উপসংহারে বলতে চাই, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি United Nation Development Program (UNDP) এর তথ্যমতে এদেশের ৪৯% জনসংখ্যা তরুণ; তাহলে এই তরুণদেরকে কাজে লাগানোর জন্য অবশ্যই তাদেরকে একটি সুন্দর ক্ষেত্র দিতে হবে। তাই ভণ্ডদেরকে সুবিধা দিতে গিয়ে এই তরুণদের বিপুল সম্ভাবনাময় ক্ষেত্রটাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিৎ হবে না।
তাই কোনোভাবেই এই সময় বর্ধিতকরনের মাধ্যমে এই সম্ভাব্য পশ্চাদপদতার পথ তৈরি করা সমীচীন নয়। আমরা চাই দেশের উন্নতি।

আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে এই লেখাটি কপি-পেস্ট করে আপনার ওয়ালে পোস্ট করে দিন।



এক গ্রুপ বলছে তারা ২-৩ বছরের সেশনজট খেয়েছেন তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো দরকার— কী হাস্যকর দাবি!
পরিসংখ্যান করলে দেখা যাবে ২-৩ বছরের সেশনজট খেয়েছেন সারাদেশে এরূপ প্রতিযোগীর সংখ্যা ১৫-২০%। তাহলে সেই ১৫-২০% কে সুবিধা দিতে গিয়ে বাকী ৮০-৮৫% এর অসুবিধার সৃষ্টি করার কোনো মানে হয় না।
অধিকন্তু এতে সেই ১৫-২০% এর তেমন কোনো সুবিধা হবে না, সুবিধা হবে তাদের যারা সময়মতো স্নাতক শেষ করে চাকুরির পরীক্ষা দিয়ে দিয়ে অনেক অভিজ্ঞতা নিয়েছে।
বরং এর ভালো সমাধান হবে যারা সেশনজট খেয়েছেন তারা আন্দোলন করে সরকারের কাছ থেকে সেশনজট বিষয়ক রিমার্কিং রুল সনদ নিন যেন তাতে যেসব চাকুরী প্রার্থীরা যে যত বছরের সেশনজট খেয়েছেন শুধু তাদের ক্ষেত্রে সেই তত বছর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমিও আপনাদের পাশে থাকবো কারণ, আমিও দেড় বছরের সেশনজট খেয়েছি।
সেশনজট গ্রুপ হয়তো বলবেন— তাহলে তো আন্দোলনকারীর সংখ্যা কমে যাবে। তাহলে আপনি বলুন, সবার জন্য প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলনে নিজে আন্দোলন করে অন্যকে সুবিধা দিয়ে আপনার কী লাভ হবে?
 

রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

যে প্রশ্নের উত্তর মেয়েদের অবশ্যই জানা দরকার, জেনে নিন এখনই—

সমাজ ও সংস্কৃতি



"ক্যাম্পাস" নামক আমার প্রিয় একটি ফেসবুক পেজে "সোয়াইবা খন্দকার" নামক এক মেয়ের প্রকাশিত লেখা পড়ে তার লেখার উত্তর দেওয়ার ইচ্ছা জাগলো তাই উত্তর দিলাম।


সে লিখেছে—
টাইমপাস আসলে কি?প্রেমের নামে অভিনয়?
একাধিক মেয়েকে I Love U বলা?আর যে তোমাকে অধিক পরিমাণে ভালোবাসে তাকে যেভাবে ইচ্ছা ইউস করো,ইমোশনালি,ফিজিকালি ইউস করে আবার আরেকজন অধিক ভালোবাসা ধারীর কাছে যাওয়া,
কিসের লোভ তোমার?কি পাবে এই অসম্ভব নোংরা টাইমপাসে?
সময় ঘুরে যাবে,পৃথিবী ও উল্টে যাবে কিন্তু,একদিন সেই মেয়েটি যার সাথে টাইমপাস করেছো তার মত পরিস্থিতি তে তোমার মেয়ে থাকবে কিন্তু,থাকতেই হবে,
এতো কান্না জলের হিসাব মিথ্যা বিচারে হেরে যাবেনা কিন্তু সেদিন,
নিজেকে হিরো ভাবো?হাজার হাজার মেয়ে পাগোল তোমার জন্য?
যেই জিনিসটা সবচেয়ে সস্তা তারই কিন্ত খদ্দের হাজার হাজার হয় জানো নিশ্চই,
এতো কিছুর পর ভালো বউ ঘরে তুলবে?আর ঐ মেয়েগুলো?যাদের বউ করার স্বপ্ন দেখিয়েছিলে?
বিধাতা তোমাকে ঐত সহজে ছেড়ে দিবে?জানো কি জেনাকারী দের সঙ্গী ঠিক তার মতই জেনাকারী হয়,
তোমার শাস্তি তো তুমি পাবেই,শেষ বয়সে হাজার অসুখ,সন্তানদের লান্চনা,গন্জনা, তোমার বড়লোক সুন্দরী বউএর পরকিয়া সহ্য হবে তো?
হিসাব তোলা থাকলো
প্রতিটা ন্যানো সেকেন্ডের মূল্য দিতে হবে তোমাকে 



আমার উত্তর হলো
সেটা ছেলেদেরকে না বলে মেয়েদেরকে বলো। সহজ সরল সাদামাটা সোজা কথা বলা ছেলেদের তো তাদের ভালো লাগে না; ভালো লাগে চিটিংবাজ কৌশলী ছেলেদের। অার ধোকা খাওয়ার পর বলে ছেলেরা সব খারাপ। সে যে লোভে পড়ে খারাপ ছেলের ফাঁদে পা দিয়েছিল তা সে বুঝে না কেন? সত্যের জগৎ সাদাকালো হয়, অতিরঞ্জিত হয় না, এটা মেয়েদের বোঝা দরকার।
সব কথার মূল কথা, যে ছেলে অনৈতিক কাজের প্রস্তাব দেয় সেই মেয়ে তার সাথে ব্রেকঅাপ না করে বরং তার অনৈতিক আবদারকে প্রশ্রয় দেয় কেন?

প্রতারক শ্রেণির ছেলেদের লুচ্চামির ফাঁদ পাতানো মিষ্টি কথায় বোকা, লোভী মেয়েরা ভোলে কেন?
ধুমপান বন্ধের সমাধান হলো সিগারেট উৎপাদন বন্ধ করা; সিগারেটের প্যাকেটে 'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' লিখে দিয়ে ধুমপান বন্ধ করা সম্ভব নয়।
তেমনি এই সমস্যার সমাধান মেয়েদের হাতে, ছেলেদের হাতে নয়।

-মেহেদী হাসান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

   

সোমবার, ১ মে, ২০১৭

শিশু হারিয়ে গেলে কী করবেন: সন্ধান করার ফলপ্রসূ পদ্ধতি!

মা ও শিশু 






আপনি প্রথমত, থানায় জানাবেন এবং তথ্য দিবেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবেন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারেন। ঘটনা নিজ এলাকায় ঘটে থাকলে এলাকার ডিস লাইন সাপ্লায়ার এর সাথে কথা বলে তার সাহায্য নিতে পারেন এবং অন্য এলাকায় হারিয়ে গেলে সেই এলাকার ডিস লাইন সাপ্লায়ার এর সাহায্য নিতে পারেন।
ফেসবুকে বিষয়টি দিতে পারেন এমন একটি নির্ভরযোগ্য ও সহায়ক ফেসবুক গ্রুপ হলো: "Evergreen Bangladesh" যার URL হলো: facebook.com/groups/1682690705276314
এবং এমন একটি পেজ হলো "হারানো ও ফিরে পাওয়া" যার URL হলো: facebook.com/haranooferapawa ; এখানে আপনি আপনার হারানো শিশুর সন্ধান করে পোস্ট দেওয়ার জন্য মেসেজ করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় পাওয়া শিশুদের তথ্য নিয়ে দেওয়া পোস্টে আপনার শিশুকেও খুঁজতে পারবেন, এখানে পোস্টই থাকে দুই প্রকারের "হারিয়েছে" এবং "পাওয়া গেছে"।
এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপ আপনাকে সাহায্য করবে।

এই সমস্যা লাইফে হতে পারে ভেবে আগে থেকেই সচেতন হওয়া ভালো; শিশুকে সম্ভবপর বয়স হলেই তাকে "গ্রাম ও উপজেলা"র নাম বলতে শেখান।


শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

যেমন দেখলাম পাহাড়পুর

ভ্রমণ





২৩ মার্চ, ২০১৭; নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর একটি। এইদিন আমরা বেরোবি'র 'ইতিহাস ও প্রত্নতত্ত্ব' বিভাগ পিকনিকে যাই পাহাড়পুরে। পাঁচটি ব্যাচের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অফিস স্টাফ মিলে মোট ৫টি বাস নিয়ে মহোৎসবের এক অনন্য দিবস; ঠিক রাজাদের আনন্দ ভ্রমণের মতোই। ইতিহাস পড়ে হয়তো আমরা ইতিহাস বানাতে পারি না, কিন্তু আমরা ইতিহাসের স্বাদ নিতে পারি এমন কিছু করে তা আমি অনুভব করেছি এইদিন।
এখানে কী আছে ও কতটি কী আছে সে বর্ণনা দিতে চাই না, তা পুস্তকেই পাওয়া যায়; কিন্তু আমি বলতে চাই সেসবের প্রকৃতি কেমন এবং প্রথম দেখায় কেমন অনুভূতি জাগায়।
এখানে শুধু বৌদ্ধ বিহারই নেই, তার পাশে একটি আধুনিক অপূর্ব নান্দনিক বাগান আছে; নান্দনিকতা সমৃদ্ধ রাস্তা, হাওয়াঘর ও জাদুঘর আছে। ঐতিহাসিক সৌন্দর্য এবং আধুনিক সৌন্দর্য এই দুই এর এক অপূর্ব সম্মিলন এখানে আছে।
কোনো গিফট মোড়ানোর গিফট পেপারের মতোই এখানে এই স্থাপনার বাউন্ডারি প্রাচীর অতি নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে, দেশের অন্য দশটা বাউন্ডারি প্রাচীর থেকে একেবারে ভিন্ন ও মন কাড়ার মতো এবং পর্যটককের হাটার ও বসার জন্য যে রাস্তা ও ছাউনি আছে তা অসাধারণ নান্দনিক কারুকার্যমণ্ডিত করে তৈরি করা হয়েছে।
আমি জীবনে যত স্থানে ভ্রমণে গেছি একবার দেখেই ইচ্ছা ফুরিয়ে গেছে। কিন্তু পাহাড়পুরে গিয়েই আমার প্রথম এই ইচ্ছা জেগেছে যে, আমি আগামীতে এখানে আবার আসবো 'আবার আসিব ফিরে......। আবার দেখবো এখানকার ঐতিহাসিক সৌন্দর্য, আধুনিক সৌন্দর্য ও পর্যটন সার্ভিসের অবকাঠামোগত উপাদান হাওয়াঘর, রাস্তা, বাগান, জাদুঘর ইত্যাদির শৈল্পিক গঠনকৌশলের নান্দনিকতা।
সুস্বাদু জিনিস বার বার খেতে ইচ্ছে করে, সুন্দর জিনিস বার বার দেখতে ইচ্ছে করে; এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। যারা সৌন্দর্য পছন্দ করেন তারা এখানে আসবেন অবশ্যই।
সকল অনুভূতির সার নির্যাস এই যে, সেই আমলে যে এত বিশাল বিস্তৃত ও নিখুঁত এক অবকাঠামো নির্মিত হতে পারে তা আমার ধারণা ছিল না। সেই সময়ে কোনো ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউ
ট ছিল না এবং প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যা এতটা আধুনিক ছিল না। তারপরেও এই বিহারের কেন্দ্রীয় মন্দির এবং তার চারপাশে বিশাল এলাকাজুড়ে ভিক্ষুদের বাসকক্ষগুলো যেভাবে স্থাপিত হয়েছে এবং বিশাল এলাকাজুড়ে বর্গাকার স্থাপনাটি সেভাবে গড়ে তোলা হয়েছে তাতে কোনো চুল পরিমাণ বাকা নেই, নিখুঁত মাপে তৈরি; যেনো কোম্পানিতে উন্নত মেশিনে তৈরি করা কোনো জিনিস। এত বড় স্থপত্য ডিজাইনার সে সময়ে কে ছিল তা ভাবতে গেলেও অবাক মুগ্ধতায় অন্য ভাবনায় হারিয়ে যায় মন।
পাহাড়পুর আমাকে বার বার ফিরে ডাকবে, মুগ্ধ অনুভূতি উৎপাদিত হবে স্মৃতি থেকে...।







-মেহেদী হাসান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।



মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

নিউজপেপার ডাইজেস্ট ঢাবি "খ" সংখ্যা

পরীক্ষা প্রস্তুতি




আমরা কৌশল ও সেবা এই দুটিকে আদর্শ হিসেবে নিয়ে আমাদের প্রকল্পের উৎকর্ষ সাধনের লক্ষ্যে সামনে এগিয়ে চলছি। সেই ধারাবাহিকতাতেই এবার প্রকাশ করা হলো 'নিউজপেপার ডাইজেস্ট' এর উদ্বোধনী সংখ্যা।
অনেকের ধারণা পেপার এর কী দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই তো হয়। কিন্তু এমন ৬০% ছুটখাট তথ্য আছে যেগুলো আমরা জানতাম না কিন্তু সাম্প্রতিক কোন কারনে পেপারে এসেছে এবং স্মার্ট ছাত্র হিসেবে তা জানা দরকার, আর এসব তথ্য এমন কোন বিশেষ সাম্প্রতিক ইস্যু নয় যে কারেন্ট অ্যাফেয়ার্স এ তা আসবে।
বরাবরই বিভিন্ন কারণে পত্রিকায় উঠে আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলোর গুরুত্ব বেশি থাকে। তাই এই বছরের বিভিন্ন ইস্যুতে উঠে আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সমন্বিত করে তৈরি করা হলো 'নিউজপেপার ডাইজেস্ট- ঢাবি খ সংখ্যা'। তবে শুধু ঢাবি খ ভর্তি নয়, ৩৭তম বিসিএস প্রিলির জন্যও যাতে এটি সহায়ক হয় সেভাবেই এটি তৈরি করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতি ও লেখাপড়ায় এটি সামান্য অবদান রাখলেও আমাদের শ্রম ও এ উদ্যোগ সফল হবে।

এটি দুই ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয়েছে, যথা- ছুটখাট তথ্য ও ইস্যু। নিম্নে উপস্থাপিত হলো।

→ গ্রেট ব্যারিয়ার রিফ কী এবং কোথায়?
// অস্ট্রেলিয়ার সামুদ্রিক জলসীমায় সমুদ্রপৃষ্ঠে অবস্থিত এক বিশাল প্রবাল প্রাচীর। এটি এক প্রাকৃতিক বেষ্টনী। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। ইউনেস্কোর একটি বিশ্ব-ঐতিহ্য, ১৯৮১ খ্রিঃ তে ঘোষিত হয়। এটি একটি প্রাকৃতিক সপ্তাচার্য। বিশালত্বের কারণে মহাশূন্য থেকেও দেখা যায়।
→ হিউম্যানিটারিয়ান প্যারোল কী?
// কোন দেশে অস্থায়ী ভ্রমণের অনুমতিপত্র। এটি ভ্রমণ সংক্রান্ত দলিল কিন্তু ভিসা নয়। মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা দিয়ে থাকে। আর হিউম্যানিটোরিয়ান প্যারোল দেয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।
→ সম্প্রতি আবিষ্কৃত সৌরজগতের বাইরে সবচেয়ে তরুণ গ্রহের নাম কী?
// কে২-৩৩ বি। এর নক্ষত্রের নাম কে২-৩৩। এর গ্যালাক্সির নাম স্করপিও। একে আখ্যা দেওয়া হয়েছে 'সুপার নেপচুন' নামে। এটি আবিষ্কার করতে ব্যবহৃত হয়েছে নাসার 'কেপলার স্পেস' নামক টেলিস্কোপ।
→ আইএসএস কী?
// আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্থাপিত মহাকাশে অবস্থিত একটি পরীক্ষাগার।
→ ইন্টেলেকচুয়াল করাপশন কী?
// শারীরিক ও মানসিক সক্ষমতাকে পুরোপুরি কাজে না লাগানো।
→ প্রাতিষ্ঠানিক কাজের মানোন্নয়নের জন্য এখন আন্তর্জাতিক পর্যায়ে অনুসৃত পদ্ধতির নাম কী?
// SS-CQI-TOM
→ 'সিটিজেনস হ্যাপিনেস ইনডেক্স' চালু হয়েছে কোথায়?
// দুবাইয়ে
→ বাংলাদেশের প্রথম বাংলা চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এর পরিচালক কে ছিলেন?
// আব্দুল জব্বার।
→ Random Thoughts এবং Lonely Thoughts এর লেখক কে?
// আবুল খায়ের নাজিরুদ্দিন আহমেদ (এ কে এন আহমেদ)।
→ সলোমন দ্বীপপুঞ্জ কোথায়?
// প্রশান্ত মহাসাগরে।
→ 'ওশেনওয়ান' কী?
// একটি ডুবুরি রোবট। ১৬৬৪ সালে চতুর্দশ লুই এর 'লা লুল' নামক যুদ্ধ জাহাজ ভূমধ্যসাগরে ডুবে যাবার কয়েক শতাব্দী পর সম্প্রতি এই রোবট ডুবুরি তা পরিদর্শন করে।
→ জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত 'অহিংসা' নামক বিখ্যাত ভাস্কর্যটির ভাস্কর কে ছিলেন?
// বিশ্ববিখ্যাত সুইডিশ ভাস্কর কার্ল ফ্রেড্রিক রয়তারসর্দ।
→ দ্যা গ্লোবাল টাইমস- কোন দেশের সরকারি সংবাদপত্র।
// চীনের। এতে সম্প্রতি জানানো হয় যে, দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মানের পর এবার সেখানে ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মানের পরিকল্পনা করছে চীন।

→ ’লুপাস' কী?
// একটি রোগের নাম। এটি গ্রিক শব্দ, এর অর্থ নেকড়ে। এই রোগ হলে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের বিভিন্ন কোষের বিরুদ্ধে কাজ করতে শুরু করে।
→ সম্প্রতি নির্মাণকাজ সমাপ্ত হওয়া বিশ্বের দীর্ঘতম পাতাল রেলপথ 'গথার্ড বেস টানেল' নির্মাণে কৃতিত্ব কোন দেশের?
// সুইজারল্যান্ড
→ লালমাই পাহাড় কোথায়?
// কুমিল্লায়। প্রাচীনকাল থেকে কুমিল্লা পুকুর ও দিঘির শহর হিসেবে প্রসিদ্ধ।
→ সাইকস-পাইকট চুক্তি কী?
// এটি আনুষ্ঠানিকভাবে এশিয়া মাইনর চুক্তি নামে পরিচিতি। ১৯১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ইংল্যান্ড ও ফ্রান্স এর মধ্যে এই চুক্তি হয়।
→ মার্টিন লুথার কিং কী ছিলেন?
// আমেরিকার নাগরিক অধিকার নেতা।
→ মার্কিন মুদ্রায় নতুন মুখ হিসেবে আসছে কোন দাসের ছবি?
→ হ্যারিয়েট টাবম্যান। তিনি দাসপ্রথা বিরোধী যোদ্ধা ছিলেন, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ও দ্বিতীয় মহিলা যার ছবি ডলারে স্থান পাবে।
→ 'হিবাকুশা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
// হিরোশিমা ও নাগাসাকি আণবিক বোমা হামলার শিকার হয়ে প্রাণে বেচে থাকা মানুষদের বোঝাতে।
// ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ও ৯ আগস্ট নাগাসাকিতে যথাক্রমে 'লিটল বয়' ও 'ফ্যাট ম্যান' নামক আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। যা ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নির্দেশে।
// যুক্তরাষ্ট্র হলো একমাত্র দেশ যারা আণবিক বোমা ব্যবহার করেছে, আর জাপান একমাত্র দেশ যারা এর শিকার হয়েছে।
→ বাংলাকে 'সম্পদপূর্ণ নরক' বলেছেন কে?
// মরোক্কোর পরিব্রাজক 'ইবনে বতুতা'। তিনি চতুর্দশ শতাব্দীতে ১৩৪৬-৪৭ খ্রিঃ এদেশে এসেছিলেন।
→ 'বঙ্গালহ' নামক শীর্ষক অনুচ্ছেদ রয়েছে কার সফরনামায়?
// ইবনে বতুতার।
→ কোহিনুর কী?
// একটি প্রসিদ্ধ হীরক খণ্ড। এটি ভারতবর্ষের গর্বের বস্তু ছিল। এছাড়াও আরেকটি গর্বের বস্তু ছিল ময়ূর সিংহাসন, যা নাদির শাহ লুট করে পারস্যে নিয়ে যান।
→ আটলান্টিক পাড়ি দেওয়া বিশ্বের প্রথম সৌরবিমান এর নাম কী?
// সোলার ইমপালস টু। এ যাত্রার পাইলট ছিলেন বারট্রান্ড পিকার্ড।
→ জন এফ কেনেডি বিমানবন্দর কোথায়?
// নিউইয়র্ক।
→ অতি মূল্যস্ফীতির পর ২০০৯ সালে কোন দেশ নিজেদের দেশের মুদ্রা বাতিল করে সেখানে মার্কিন ডলার প্রবর্তন করে?
// জিম্বাবুয়ে। এছাড়াও তারা দক্ষিণ আফ্রিকার 'রেন্ড' মুদ্রা এবং চীনের 'ইউয়ান' মুদ্রা ব্যাবহার করেছিল।
→বিশ্বের বৃহত্তম প্রমোদতরি ও উড়োজাহাজ এর নাম কী?
// প্রমোদতরি 'হারমনি অব দ্যা সিস' এবং উড়োজাহাজ 'আন্তোনভ আন-২২৫ ম্রিয়া'। জাহাজ তৈরির কর্মশালাকে বলা হয় 'শিপইয়ার্ড'।
→ সামনে-পেছনে এবং ডানে-বামে একসঙ্গে চারদিকের স্থিরচিত্র তুলে যে একটি ছবি তৈরি করা হয়, তাকে কী ছবি বলে?
// ৩৬০ ডিগ্রি ছবি (এটি থ্রিডি নয়, থ্রিডি অন্য জিনিস)।
→ ফেসবুকের নিউজ ফিডে ৩৬০ ডিগ্রি ছবি চেনা যাবে কীভাবে?
// ছবিতে একটি কম্পাস চিহ্ন দেখে।
→ ইন্টারনেটে বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে কী পরিমাণ ডেটা ব্যবহৃত হচ্ছে?
// ৩০০ টেরাবাইট। এই গবেষণা করেছেন সুইডিশ প্রতিষ্ঠান 'এরিকসন'।
→ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) কী?
// যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান।
→ সাম্প্রতিক কম্পিউটার প্রযুক্তির জগতে যে বিপ্লব আসছে তার নাম কী?
// কোয়ান্টাম কম্পিউটং।

→ কাশ্মীর ভারতকে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ এ তিনটি জিনিসের নিয়ন্ত্রণ দিয়ে চুক্তি করেছিল কবে?
// ১৯৫৩ খ্রিঃ তে।
→ 'তিলাউরাকোট' শহর কোথায়?
// নেপালে। নেপালের প্রত্নতাত্ত্বিকদের দাবি সেখানে আড়াই হাজার বছর আগের একটি জনপদের সন্ধান পাওয়া গেছে।
→ সম্প্রতি ৯০০ থেকে ১৪০০ বছরের পুরোনো প্রাচীন শহর এর সন্ধান পাওয়া গেছে কোথায়?
// কম্বোডীয়ার গহীন অরন্যে। কম্বোডীয়ার রাজধানী 'নমপেন'। 'জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স' একটি প্রত্নতত্ত্ব বিষয়ক সাময়িকী।
→ মুখরা রমণী বশীকরণ, দ্যা টেম্পেস্ট, টুয়েলভথ নাইট, হ্যামলেট, ম্যাকবেথ, মিড সামার নাইটস ড্রিম এসব কার লেখা?
// শেকসপিয়ার এর।
→ কৌটিল্য কোন দেশের অর্ধশাস্ত্রবিদ ছিলেন?
// ভারতের। খ্রিষ্টপূর্ব ৩০০ বছর আগের। তার লেখা বিখ্যাত গ্রন্থ 'অর্থশাস্ত্র'। অর্থশাস্ত্র নাম হলেও এটি ছিল মূলত একটি রাজনৈতিক ধাচের গ্রন্থ।
→ জিওগ্রাফিক্যাল ইনডেক্স (জিআই) বা ভৌগলিক নির্দেশক কী?
// কোন দেশের ভৌগলিক নির্দেশক পণ্যের স্বত্ব নিবন্ধন প্রকৃয়া।
→ মেধাস্বত্ব বিষয়ক বৈশ্বিক সংস্থা কোনটি?
// ওয়াইপিও।
→ জামদানি, ফজলি আম এবং নকশিকাঁথা বাংলাদেশের পণ্য হওয়া সত্ত্বেও এর জিআই নিবন্ধন নিয়েছে কোন দেশ?
// ভারত।
→'আমাদের গ্রাম' কী?
// একটি মেধাস্বত্ব গবেষক ও তথ্যপ্রযুক্তি সংস্থা।
→ জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তা বিভাগের নাম কী?
// ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট
→ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের 'দ্যা রোল অব ল অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউশন' এর সম্প্রতি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে সেখানে চাকরি পেয়েছেন কোন বাংলাদেশি নারী?
// তাপতুন নাসরীন।
→ কাজ না করলেও ন্যুনতম আয়ের দাবিতে সম্প্রতি গণভোট অনুষ্ঠিত হয় দেশে?
// সুইজারল্যান্ডে।
→ সম্প্রতি দেশিয় প্রযুক্তিতে প্রস্তুত প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করে এশিয়ার কোন দেশ?
// ভারত। মহাকাশতরি পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব কি না, তা পরীক্ষা করতেই এটি করা হয়।
→ ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম অফিস ভবন চালু হয়েছে কোথায়?
// সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।
→ নাসার বিজ্ঞানীরা সম্প্রতি সৌরজগতের বাইয়ে আরো কতটি গ্রহের সন্ধান পেয়েছে?
// ১২৮৪ টি।
→ 'অ্যান্ট' কী?
// যুক্তরাজ্যের গবেষকদের সম্প্রতি আবিষ্কৃত এক প্রকার 'ন্যানো ইঞ্জিন'। এর পূর্ণরূপ 'অ্যাকচুয়েটিং ন্যানো ট্রান্সডিউসার।
→ সম্প্রতি বিকল্প জ্বালানিতে টানা চার দিনেরও বেশি সময় ধরে জল, বায়ু আর সৌরশক্তিতে পুরো দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করে এ পরীক্ষণে সফল হয়েছে কোন দেশ?
// পর্তুগাল।
→ ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে শক্তির চাহিদার কত শতাংশ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
// ২০%
→ ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান ও তথ্যবিষয়ক বিভাগ এর নাম কী?
// ইউরোস্টান্ড।

→ জাতিসংঘের সহকারী মহাসচিব 'হাওলিয়াং জু' সম্প্রতি কবে ঢাকায় আসেন?
// ২৩ এপ্রিল ২০১৬। তিনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক।
→ বাংলা সাহিত্য কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ সম্প্রতি ডি লিট ডিগ্রি পেয়েছেন কোন দুই জন কথাসাহিত্যিক?
// হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন।
→ শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সম্প্রতি কোন বিদেশী শহরের সম্মানসূচক নাগরিকত্ব লাভ করেন?
// ইতালির প্রায় ১০০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী 'তুসকান নগরী'র।
→ ’বেগম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
// নূরজাহান বেগম। 'বেগম' বাংলার নারীদের প্রথম সাপ্তাহিক। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন 'সুফিয়া কামাল', সে সময়ে নূরজাহান বেগম ছিলেন যুগ্ম সম্পাদক; পরবর্তীতে ১৯৫০খ্রিঃ থেকে সম্পাদক হন। 'নূরজাহান' অর্থ জগতের আলো। তিনি ১৯৯৭খ্রিঃ তে 'রোকেয়া পদক' এবং ২০১১খ্রিঃ তে সাংবাদিকতায় 'একুশে পদক' পান। তার জীবনকাল ১৯২৫-২০১৬ খ্রিঃ।

→ যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান 'মার্সার' এর প্রকাশিত 'কোয়ালিটি অব লিভিং রেংকিং ২০১৬' তে ঢাকা'র অবস্থান কততম?
// ২১৪ তম (২৩০ এর মধ্যে)। ১নম্বরে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
→ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি কীসের বিরুদ্ধে বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করে?
// জিকা ভাইরাস।
→ সাম্প্রতিক জরিপে বিশ্বে সবচেয়ে সুখী দেশ কোনটি?
// ডেনমার্ক।
→ 'কিছু মনে পড়ে না' কার লেখা?
// হুমায়ূন আহমেদ।
→ সম্প্রতি গবেষণাগারে তৈরি ত্বকে চুল গজানো কোন দেশের বিজ্ঞানীদের আবিষ্কার?
// জাপান।
→ সম্প্রতি আবিষ্কৃত যে রোবট পর্যটকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য দিতে পারে তার নাম কী?
// এমিউ-৩
→ সম্প্রতি 'কি' ছাড়া কিবোর্ড তৈরি করেছে কোন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান?
// অ্যাপল
→ প্রতিবছর ১২ই এপ্রিল স্থানীয় শহীদ দিবস পালিত হয় কোথায়?
// নিলফামারীর সৈয়দপুরে।
→ 'স্পেস এক্স' কী?
// মার্কিন মহাকাশযান।
→ সম্প্রতি বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যদূত হয়েছেন কে?
// রুশনারা আলী।
→ FBI কী?
// ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
→ কমনওয়েলথ এর প্রথম নারী মহাসচিব কে?
// প্যাট্রিসিয়া জানেট স্কটল্যান্ড। কমনওয়েলথ ৫৩টি জাতির জোট।
→ সম্প্রতি বাংলাদেশকে 'তরুণের দেশ' বলেছে কোন আন্তর্জাতিক সংগঠন?
// জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি 'ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রগ্রাম (UNDP)
→ UNDP এর মতে বর্তমানে বাংলাদেশের কত শতাংশ জনসংখ্যা তরুণ?
// ৪৯%
→ পিএসসি'র বর্তমান চেয়ারম্যান কে?
// মোহাম্মদ সাদিক
→ ই-জিপি কী?
// ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট।
→ গোয়েন্দা নিরাপত্তার কাজে প্রথম রোবট পুলিশ চালু করেছে কোন দেশ?
// চীন।
→ সম্প্রতি 'গ্লোবাল মোবাইল ইন্টারনেট কনফারেন্স (GMIC)' শুরু হয় কোথায়?
// চীনের রাজধানী বেইজিং এ।
→ সম্প্রতি এই প্রথম জ্যাতির্বিদেরা যে লেজবিহীন ধুমকেতুর খোঁজ পেয়েছেন তার নাম কী?
// "ম্যাংকস" বা "মি/২০১৪ এম ৩"।
→ সম্প্রতি চীন কোথায় পরমাণু সাবমেরিন চালনা শুরু করেছে?
// আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি 'মালাক্কা প্রণালী'তে। এই প্রণালীকে (মালাক্কা) দক্ষিণ চীন সাগরের প্রবেশপথ বলা হয়।
→ আইসিসি'র বার্ষিক রেংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
// ৭ম।
→ 'সমুদ্র পরিবহন অধিদপ্তর' কোন মন্ত্রণালয়ের অধীন?
// নৌপরিবহন মন্ত্রণালয়।
→ 'সমুদ্র পরিবহন অধিদপ্তর' এর বর্তমান নাম কী?
// 'নৌপরিবর্তন অধিদপ্তর' যা ইংরেজিতে 'মার্কেন্টাইল মেরিন অফিস' করা হয় তবে এর অর্থ দাঁড়ায় 'নৌবাণিজ্য দপ্তর'।
→ সম্প্রতি দাবানলের কারনে জরুরি অবস্থা জারি করা করা হয় কোথায়?
// কানাডার অ্যালবার্টায়।
→ "লেতারনল প্রাঁতম্প" একটি ভাস্কর্য, এর অর্থ 'চিরবসন্ত', এর ভাস্কর কে?
// ফরাসি ভাস্কর "অগুস্ত রদ্যা"।
→ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে কত লোক ইন্টারনেট সুবিধা পায় না?
// ১৪ কোটি ৮০ লক্ষ।
→ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ গ্রামীণ পরিবারের আয়ের উৎস কৃষি?
// ৮৭%

→ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়ায় থাইল্যান্ড সরকার কোন দ্বীপে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে?
// 'কো আচাই' নামক দ্বীপে।
→ বিশ্বের প্রথম কৃতিম বুদ্ধিমত্তার রোবট আইনবিদ নিয়োগ দিতে যাচ্ছে কোন দেশের কোন প্রতিষ্ঠান?
// যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠান 'বেকার হেস্টেটলার'।
→ মানবাধিকার রক্ষায় সংবিধানের কত নম্বর ধারা সংশোধনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত?
// ৫৪ এবং ১৬৭ নম্বর ধারা।
→ 'ভিশন-২০২১' এর গবেষক কে?
// বিয়র্ন লোমবোগ। তিনি কোপেনহেগেন কনসাসনেস সেন্টার এর প্রেসিডেন্ট।
→ ডেলিগেট কী?
// সমর্থনদাতা প্রতিনিধি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে কোন প্রার্থীকে ১২৩৭টি ডেলিগেট এর ভোট পেতে হয়।
→ সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব "ক্যাম্পাস পার্টি" কোথায় শুরু হয়?
// নেদারল্যান্ডে।
→ নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী নাবিক যুক্ত হয় কোথায়?
// খুলনা নৌবাহিনী ঘাটি 'তিতুমীর ২০১৬' তে।
→ কোনটি সুন্দরবনের দশ্যু বাহিনী?
// মাস্টার বাহিনী।
→ সম্প্রতি কোন শহর ইরাকের শরণার্থী ইস্যুর জন্য আলোচিত?
// ফালুজা শহর।
→ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কী?
// UNHCR
→ "গেম অব গ্রোন" অর্থ কী?
// (যুদ্ধক্ষেত্রে) একমাত্র আশা এই যে, প্রতিপক্ষ তাদের আগে ভেঙ্গে পড়বে।
→ তাইওয়ান এর রাজধানীর নাম কী?
// তাইপে।
→ আন্তর্জাতিক পুলিশ সংস্থার নাম কী?
// ইন্টারপোল
→ 'ওয়াইল্ড টিম' কী?
// বন্যপ্রাণী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান।
→ সর্বশেষ জরিপ মতে সুন্দরবনে কতটি বাঘ আছে?
// ১০৬ টি
→ ব্যাসেল সম্মেলন কী?
// বিশ্বের ব্যাংকসমূহের নীতি নির্ধারণ সংক্রান্ত অধিবেশনের স্থান সিঙ্গাপুরের "ব্যাসেল"। এটির সম্মেলনগুলো ব্যাসেল সিরিজ যেমন ব্যাসেল-১, ব্যাসেল-২, ইত্যাদি হয়ে থাকে।
→ 'ফোবর্স' কোন দেশভিত্তিক সাময়িকী?
// যুক্তরাষ্ট্রভিত্তিক।
→ সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৬ তে দুটি শাখায় পুরস্কৃত হয়েছে কোন বাংলাদেশি চলচ্চিত্র।
→ জালালের গল্প।
→ ম্যালওয়ার ঝুঁকিতে বর্তমানে বাংলাদেশ কততম?
// ৩য়।
→ ম্যালওয়ার কী?
// কম্পিউটারের ভাইরাস ও হ্যাকিং জাতীয় দশ্যুতা।
→ "মাইন ক্যাম্প" কার আত্নজীবনী?
// এডলফ হিটলার এর। 'নাৎসি বাহিনী' ছিল হিটলারের গোপন বাহিনী বা গুপ্তচর।
→ টমেটো ও ঝাঁল মরিচ এর উৎসস্থল ও উৎকর্ষ স্থল কী?
// টমেটোর জন্য বিখ্যাত ইতালি, ঝাল মরিচের জন্য বিখ্যাত থাইল্যান্ড। তবে এগুলির আদি উৎস ছিল সুদূর আমেরিকা মহাদেশ।
→ সম্প্রতি দেশের কোথায় প্রাচীন মন্দির উন্মোচিত হয়েছে?
// কাহারোলে।
→ সম্প্রতি কোন দেশ জর্ডান থেকে পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে?
// পাকিস্তান।
→ 'আগা খান পুরস্কার' কেন দেওয়া হয়?
// স্থাপত্য সৌন্দর্য নিদর্শন এর জন্য।
→ "ইহাং ১৮৪" কী?
// একটি মানুষবাহী ড্রোন এর নাম।


→ 'মরুর মুক্তা' নামে পরিচিত কী?
// সিরিয়ার প্রাচীন নগরী 'পালমিরা'।
→ 'আর্ক অব ট্রায়াম্প' কী এবং কোথায়?
// একটি বিখ্যাত প্রাচীন স্থাপত্য। সিরিয়ার পালমিরা নগরে অবস্থিত; সম্প্রতি আইএস এর হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়।
→ ইউনেস্কো কত সালে পালমিরাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে?
// ১৯৮০ সালে।
→ বেল মন্দির কোথায়?
// সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায়।
→ সিরিয়ার প্রাচীন নগর পালমিরার বিখ্যাত একটি খিলানের অনুরূপ একটি খিলান তৈরি করা হয় কোথায়?
// লন্ডনের ট্রাফালগার স্কয়ারে।
→ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার পরিকল্পনাটি কী নামে পরিচিত?
// 'ব্রেক্সিট' নামে।
→ ব্রেক্সিটের ইস্যুতে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয় কবে?
// ২৩ জুন ২০১৬
→ ব্রেক্সিটের পক্ষে কত শতাংশ ভোট পড়ে?
// ৫২%
→ ব্রেক্সিটের বিপক্ষে একজোট হয়েছিল কোন জোট?
// জি-৭। এটি হলো বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট।
→ এ বছর জি-৭ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
// জাপানে।
→ 'শিন্তো' কোন দেশের প্রাচীন ধর্ম?
// জাপানের।
→ পানামা পেপারস এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের নাম কী?
// মোসাক ফনসেকা। এটি একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান।
→ মোসাক ফনসেকা কোন দেশভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান?
// পানামভিত্তিক।
→ কোন দেশের সঙ্গে অন্য কোনো দেশের কর চুক্তি নেই?
// পানামা।
→ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) কী?
// ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের কর রাজস্ব ইত্যাদি আর্থিক বিষয়াদি এই প্রতিষ্ঠান গবেষণা করে।
→ রানি দ্বিতীয় এলিজাবেথ এর ___ তম জন্মদিনের কেক বানিয়েছিলেন কোন বাংলাদেশি?
// বাংলাদেশি বংশোদ্ভূত 'নাদিয়া হোসেইন'। রান্নাবিষয়ক প্রতিযোগিতা 'দ্যা গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫’ এর চ্যাম্পিয়ন সে।
→ ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে একই দিনে প্রদর্শিত হয়েছে কোন দুইটি বাংলাদেশি চলচ্চিত্র?
// 'আয়নাবাজি' ও 'অজ্ঞাতনামা'।
→ বাংলাদেশে বর্তমানে সরকারি মুদ্রা ও ব্যাংক মুদ্রা কয়টি?
// ১পয়সা থেকে পাঁচ টাকা পর্যন্ত এখন সরকারি মুদ্রা। ব্যাংক মুদ্রা ৬টি; ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০টাকার নোট। সরকারি মুদ্রায় অর্থসচিব এর স্বাক্ষর থাকে, আর ব্যাংক মুদ্রায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর স্বাক্ষর থাকে।
→ ঘূর্ণিঝড় 'রোয়ানু' তে বাংলাদেশ ছাড়াও ভারতের কোন রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে?
// মিজোরাম ও ত্রিপুরা।
→ সিজিআই কী?
// কম্পিউটার জেনারেটেড ইমেজারি।
→ বাংলাদেশি কে হলিউডে অ্যানিমেশনের কাজ করে অস্কার জিতেছেন?
// নাফিজ বিন যাফর। 'পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান' ছবির ভিজ্যুয়াল ইফেক্ট দলের সঙ্গে কাজ করে তিনি অ্যানিমেটর হিসেবে অস্কার পান।

→ জাতীয় বাজেট ২০১৬-১৭তে আয় ও ব্যায় কত?
// ব্যয় ৩, ৪০, ৬০৫ কোটি টাকা, আয় ২, ৪৮, ২৬৮ কোটি টাকা। মোট বাজেটের ৭১.৩ শতাংশ অর্থ আসবে জনগণের কাছ থেকে।
→ কিংবদন্তী 'মোহাম্মদ আলী'র জীবনকাল কত?
// ১৭ জুন, ১৯৪২-৩ জুন, ২০১৬ (যুক্তরাষ্ট্রের সময় ৩ জুন)। ১৯৭৪ এর 'রাম্বল ইন দ্যা জাঙ্গল', ১৯৭৫ এর 'থ্রিলা ইন ম্যানিলা' তার দুনিয়া কাপানো গল্প। ১৯৬৪ সালে ক্যাসিয়াস ক্লে থেকে মোহাম্মদ আলী এক্স নামকরণ হয়। ১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন এবং ছিলেন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯৬৪ খ্রিঃ তে সনি লিস্টনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
→ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত করেছেন কে?
// সাবেক ফাস্ট লেডি 'হিলারী ক্লিনটন'।
→ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে?
// সুরেন্দ্র কুমার সিনহা।


ইতি,
"তোমার স্বপ্ন পূরণে..."
DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

     

রবিবার, ১৯ জুন, ২০১৬

পরিবর্তন আসছে ঢাবি "খ" ইউনিট এর প্রশ্নের ধরনে!

শিক্ষা সংবাদ




বর্তমানে এই প্রযুক্তির যুগে মানুষের শৈল্পিক বুদ্ধিমত্তাকে প্রযুক্তিময় করে দেশে সৃজনশীল মানবসম্পদ উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে; এবং এই মেথড প্রাথমিকভাবে দেশে প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেজন্য ঢাবির বিএ এবং বিএসএস অনুষদের বিভাগসমুহের সিলেবাস ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে কিছুটা পরিবর্তন করে উন্নত ও যুগোপযোগী করে তোলা হবে, আর সেইসব বিভাগে যেসব ছাত্র-ছাত্রী ভর্তির উপযোগী তাদের বেছে নেওয়ার জন্য এবার ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি ভিন্নধর্মী তথা সৃজনশীল ও কৌশলমূলক করা হবে যা কোচিংয়ের প্রচলিত প্রস্তুতি পদ্ধতি হতে ভিন্ন হবে। এতে করে তাদের শীটগুলো আগের মতো কজে আসবে না এবং গৎবাঁধা শিক্ষার পরিবর্তে বুদ্ধিবৃত্তিক শিক্ষার উৎকর্ষ সাধিত হবে।

বিষয়টি এমন যে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কিছু বোর্ড পরীক্ষকও এখনও ঠিকমতো সৃজনশীল পদ্ধতি বোঝেন না বলে পরীক্ষার খাতায় পরীক্ষার্থী যা লিখে সেসব পরীক্ষক তাতেই ফুল মার্ক দেন, ফলে এত এ প্লাস এর বন্যা। কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফল এর ভিন্ন হবে; সেখানে মেশিনে এমসিকিও উত্তর কাউন্ট করা হবে, তাই ফাও নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই।

তাই যারা কোচিংয়ে ভর্তি হয়ে পূর্বের ধাচের পড়াশুনা করছেন তাদের জন্য শনির দশা আসন্ন হয়ে আসছে। কারণ এইবার ঢাবি "খ" ইউনিটে যে সৃজনশীল বুদ্ধিবৃত্তিক ধাচের প্রশ্ন করা হবে তা এসব কোচিং শিক্ষকরাই কোনদিনও শেখেননি, শেখাবেনটা কী?

আর বিষয়টি করাই হচ্ছে এইবার হঠাৎ করে, তারা নিজেরা শেখার সময়ও পান নি। তবে মজার বিষয় হলো প্রশ্নপত্র সাজানোর পদ্ধতি আগের মতোই বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে করা হবে শুধু প্রশ্নের ধারা/পদ্ধতি ভিন্ন করা হবে।

এবং এই পদ্ধতিতে প্রতিবারই ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধারা পরিবর্তন করা হয়ে থাকে যাতে করে এর কার্যকারিতা বজায় থাকে এবং এটি ফলপ্রসূ হয়।

এই পদ্ধতি চালু হলে চিন্তাশীল ও বুদ্ধিমত্তাসম্পন্ন ছাত্ররা জয়ী হবে। এই পরিবর্তনের পেছনে দুটি উদ্দেশ্য আছে। একটি হলো দেশে শিল্পপ্রযুক্তিময় মেধার উন্নয়ন করে দেশকে সৃজনশীল শিল্পে এগিয়ে নিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রসর হওয়া এবং অন্যটি হলো যে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে অহেতুক প্রতিষ্ঠান কোচিং সেন্টারগুলোকে কৌশলে সরিয়ে ফেলা।

এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি উন্নত দেশে কয়েক বছর হলো এই পদ্ধতি চালু করা হয়েছে এবং এই বছর বাংলাদেশে ঢাবিতে এর প্রাথমিক প্রয়োগ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশও তা করতে যাচ্ছে।

এই পদ্ধতির বিশেষত্ব এই যে, এতে নিজে নিজে মেধার বুদ্ধিবৃত্তিক উন্নয়ন করতে পারদর্শী ছাত্র-ছাত্রীরা এগিয়ে থাকবে। আর এর প্রশ্নগুলো কী ধাচের হবে তা পরিষ্কার করে ঘোষণা করা হয়নি, কারণ এই বিষয়টিই হবে কৌশলমূলক তথা উপস্থিত সমস্যা সমাধানের দক্ষতা। তাই এই পদ্ধতির নাম কী সেটিও প্রকাশ করা হয় নি।

একটি ছোট্ট সংবাদ এই যে, মালয়েশিয়ায় এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া এক বাংলাদেশি প্রশ্নকর্তার কাছে তার এক আত্নীয় এ বিষয়ে ভালোভাবে জেনেছিলেন এবং ভবিষ্যতে বাংলাদেশে এই পদ্ধতিতে প্রশ্ন করা হতে পারে ধারণা করে বিষয়টি ভালোভাবে শিখেছিলেন। তাই তিনি এ বিষয়ে ছাত্রদের সাহায্য করার জন্য কয়েকদিন আগে একটি প্রকল্প খুলেছেন। যারা তার সাহায্য নিতে চান তারা নিম্নের ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে হেল্প-মেসেজ করতে পারেন।
লিংক: facebook.com/dukuapp

ধন্যবাদ | ভালো থাকুন


বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

সাধারণ জ্ঞানের ক্রিয়েটিভ সিলেবাস

পরীক্ষা প্রস্তুতি

সাধারণ জ্ঞান

ক.→ বাংলাদেশ Fundamental

5★
o বাংলাদেশ পরিচিতি (এ-টু-জেট): (নবম-দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই এর বাংলাদেশ অংশ)- প্রোফাইল, ভৌগলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি, সীমান্ত এলাকা, ছিটমহল, আবহাওয়া ও জলবায়ু, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ: কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ, জলজ ও মৎস্য সম্পদ, বাংলাদেশের শিল্প: পাট, বস্ত্র, চিনি, কাগজ, সিমেন্ট, সার ইত্যাদি, জনসংখ্যা, যাতায়াত ব্যবস্থা, প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র, পর্যটন ইত্যাদি।


o বাংলাদেশের নদ-নদী: প্রধান নদ-নদীসমূহ, মোট সংখ্যা, উৎস, মিলিতস্থল, বিভক্তি, শাখা প্রশাখা, উপনদী, নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর, নদী বন্দর, দেশিয় নদীতে বিখ্যাত বাধসমূহ, সীমান্তবর্তী নদীসমূহ, ইত্যাদি.......

o বাংলাদেশ পরিচিতি প্লাস+: বাংলাদেশের দ্বীপ, চর, নব্য প্রাকৃতিক উৎপত্তিসমূহ, দর্শনীয় স্থানসমূহ, ইত্যাদি।
o বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ (সাম্প্রতিক)
o বাংলাদেশের উপজাতি ও নৃগোষ্ঠী (জনসংখ্যা অংশে): ...........

o বিজ্ঞান জগতে বাংলাদেশ: বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র, স্যাটেলাইট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন (পরিবহন যোগাযোগ ও তথ্য যোগাযোগ), বিনিময় উৎকর্ষ সাধন, সাম্প্রতিক আবিষ্কারসমূহ ইত্যাদি।

o বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি: বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, অর্থনীতি, শ্রমিক অধিকার আইন, বৈদেশিক সাহায্য, NGOs, EPZs, ECNEC (একনেক) ইত্যাদি।
o বাংলাদেশের মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা
o বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহ।

o বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: ভূমিকা, শিক্ষা কাঠামো, শিক্ষাস্তর, শিক্ষা আইন, জাতীয় শিক্ষানীতি, ইত্যাদি.......
o ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
o সাম্প্রতিক শিক্ষা সংবাদ।

o স্বাধীনতার ইতিহাস→ মুক্তিযুদ্ধ: পাকিস্তান আমলে বাংলাদেশ: ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যূত্থান, ৭০ এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ।

o মুক্তিযুদ্ধ: মুক্তিযুদ্ধের ঘোষণা, অস্থায়ী সরকার গঠন, সেক্টরসমূহের তথ্য, ঘটনাপ্রবাহ, বিভিন্ন দেশ কতৃক স্বীকৃতি, স্বীকৃত বীরসমূহের তথ্য ও অন্যান্য....

o মুক্তিযুদ্ধ প্লাস+: মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও লেখক/ মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থসমূহ
o মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রসমূহ
o মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক স্থাপত্য ও ভাস্কর্যসমূহ।

o সংবিধান ও বাংলাদেশের সংবিধান: ~~ সংবিধান এর সংজ্ঞা ও প্রকারভেদ। ইংরেজি __ শব্দটির উৎপত্তি+ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের প্রকৃতি।~~~
o বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস: সংবিধান প্রণয়ন কমিটি গঠন, খসড়া সংবিধানের রূপরেখা। ৭২ এর খসড়া সংবিধান পেশকরন, গ্রহণ এবং কার্যকর করন।
o বাংলাদেশের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্য/ প্রকৃতি, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ।
o সংবিধানের সংশোধনীসমূহ ও এর বিষয়বস্তু
o সাংবিধানিক পদবীসমূহের ক্রম
o সাংবিধানিক বিভিন্ন নীতিসমূহ
(সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন)

o গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি পদবীসমূহ এবং আমলাতন্ত্র।
o আমলাতন্ত্র: __ এর অর্থ, বানান। বাংলাদেশের আমলাতন্ত্রের প্রকৃতি ও শাখাসমূহ।

o বাংলাদেশের প্রশাসন (আইন, শাসন ও বিচার বিভাগ): বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা/ কাঠামো, আইন বিভাগ: স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্ত্বশাসন, রাজনৈতিক দল ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতীয় সংসদ...।
o সরকার ব্যবস্থার বিভিন্ন বিভাগসমূহ: প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য.......... ইত্যাদি বিভাগ/,
o মন্ত্রণালয়, সচিবালয় ও সুপ্রিম কোর্ট
o সাংবিধানিক, স্বায়ত্ত্বশাসিত ও অন্যান্য সংস্থাসমূহ।
(শাসন বিভাগকে বলা হয় নির্বাহী বিভাগ)

o জাতীয় সংসদ: ভূমিকা, অবকাঠামো, পদশ্রেণী, কার্যপদ্ধতি ও কার্যপরিধি, বর্তমান পরিষদের তথ্য এবং বিবিধ তথ্যাদি।
Note: জাতীয় সংসদ হচ্ছে দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সংবিধান বাস্তবায়নকর্মের কেন্দ্রস্থল।

o বাংলার ইতিহাস: (প্রাচীন যুগ- মধ্যযুগ): প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলার জনপদসমূহ।
o বাংলাদেশের প্রথম, শ্রেষ্ঠ, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়াবলীর প্রোফাইল।

o বাংলাদেশের পুরস্কারসমূহ: বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ইত্যাদি (সাম্প্রতিক)

o আন্তর্জাতিক সংস্থাসমূহ ও বাংলাদেশ: ......................................................................................।


4★
o বঙ্গবন্ধু সম্পর্কিত: উইকিপিডিয়া (বাংলা) হতে।
o বাংলাদেশের গুরুত্বপপূর্ণ জাতীয় দিবসসমূহ (টপিক এর সঙ্গে)
o বাংলাদেশ বিষয়ক Abbreviations
o মন্ত্রণালয়ের অধিনস্থ বিভাগসমূহ
o বাংলাদেশ ঘোষিত বর্ষ
o বাংলাদেশের বিখ্যাত কয়েকটি অপারেশন ও সামরিক অভিযান।


o বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা→ ইংরেজ শাসন: সুলতানী আমল, আফগান ও মোগল আমল, বাংলায় ইউরোপীয়দের আগমন, বাংলায় ইংরেজ কোম্পানীর শাসন, বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ।
o বঙ্গভঙ্গ রদ পরবর্তী সময় হতে ভারত বিভাগ।

o বাংলার ধর্মীয় ও সামাজিক সংস্কারসমূহ: .....................................................................................।

o বাংলাদেশের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি
o বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
o বাংলাদেশের জাতীয় দিবসসমূহ
o বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বসমূহ

o বাংলা সাহিত্য:
o বিখ্যাত বাংলা সাহিত্য ও সাহিত্যিক
o বাংলা সাহিত্যে প্রথম বিষয়সমূহ
o বাংলা সাহিত্যের কবি ও সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম।
o সাম্প্রতিক বাংলা সাহিত্য পুরস্কারসমূহ
o বাংলাদেশের সাহিত্যিকদের প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারসমূহ।

3★
o বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ
o বাংলাদেশের বিখ্যাত বিষয়সমূহ
o বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ
o বাংলাদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রসমূহ
o বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা
o বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম


2★
o বাংলাদেশের রেডিও ও টেলিভিশন ব্যবস্থা
o বাংলাদেশে ঐতিহাসিকভাবে বিখ্যাত সাল
o ভিন্নার্থক অর্থে কাছাকাছি শব্দ (বাংলাদেশ)
o কতিপয় শব্দ সংক্ষেপ (বাংলাদেশ)
o বাংলাদেশের যাদুঘর পরিচিতি
o বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত গ্রন্থ ও লেখক (ভাষারীতি হতে+---)

1★
o ঢাকার প্রথম................।
o ঢাকার উল্লেখ্যযোগ্য স্মরণীয় ঘটনা
o ঢাকার উপর রচিত কতিপয় গ্রন্থ
o কতিপয় বাংলা গ্রন্থ ও উৎসর্গ



খ.→ আন্তর্জাতিক Fundamental

5★
o জাতিসংঘ (এ-টু-জেট): পটভূমি ও গঠন (জাতিপুঞ্জ হতে জাতিসংঘ), জাতিসংঘ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট চুক্তি ও সম্মেলনসমূহ, উদ্দেশ্য, জাতিসংঘের মূল সংস্থাসমূহ (প্রধান শাখাসমূহ), জাতিসংঘের উন্নয়নমমূলক লক্ষ্যসমূহ (MDG, SDG.....), জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাসমূহের প্রোফাইল, জাতিসংঘের বিশেষায়িত ও অন্যান্য সংস্থাসমূহ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মহাসচিবদের বাংলাদেশ সফর, সাম্প্রতিক সময়ে জাতিসংঘে প্রদত্ত বিভিন্ন দেশের চাঁদার হার, জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন সম্মেলন, জাতিসংঘ ঘোষিত বর্ষ, জাতিসংঘ বিষয়ক সাধারণ তথ্যব্যাংক, জাতিসংঘের উল্লেখ্যযোগ্য ঘটনাবলী, জাতিসংঘ বিষয়ক বিবিধ তথ্যাবলী ইত্যাদি।
o মহাসচিব ও জাতিসংঘের নোবেল পুরস্কার লাভ
o শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনসমূহ।
o জাতিসংঘ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোবেল শান্তি পুরস্কার লাভ।
o জাতিসংঘের বিশেষায়িত ও অন্যান্য সংস্থাসমূহ: ...............................................................................................।
o জাতিসংঘে বাংলাদেশ।


o বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, পার্লামেন্ট ও মুদ্রার নাম এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম।
o World Bank ও অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাসমুহ।
o World Bank:..................................।
o বিশ্ব রাজনীতি ও অন্যান্য
o বিশ্বের বিভিন্ন সামরিক জোট
o ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
o সাম্প্রতিক আলোচিত স্থানসমূহ
o বিশ্বের বিখ্যাত স্থান ও দর্শনীয় বস্তু, সপ্তাচার্য... ইত্যাদি।
o বিশ্বের বিখ্যাত গ্রন্থ ও লেখক
o প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
o মহাকাশ পর্ব

o আন্তর্জাতিক পুরস্কারসমূহ: নোবেল, অস্কার, ম্যান বুকার, রেমন ম্যাগসাসে, কান চলচ্চিত্র পুরস্কার, আবেল...... ইত্যাদি। (সাম্প্রতিক দেখতে হবে)

4★
→ মহাদেশ পরিচিতি: o এশিয়া: এশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ঘটনা পরিক্রমায় এশিয়া মহাদেশ, এশিয়ার গুরুত্বপূর্ণ স্থানসমূহ ইত্যাদি।
o ইউরোপ: ইউরোপের বিখ্যাত স্থান, ইউরোপের রাজনৈতিক বিবরণ ও সংক্ষিপ্ত তথ্যবাংক।
o আফ্রিকা: আফ্রিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, আফ্রিকার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।
o উত্তর আমেরিকা: উত্তর আমেরিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, উত্তর আমেরিকার তথ্যব্যাংক।
o দক্ষিণ আমেরিকা: দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, দক্ষিণ আমেরিকার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।
o ওশেনিয়া: ওশেনিয়ার বিভিন্ন দেশের বিখ্যাত স্থান, ওশেনিয়ার সংক্ষিপ্ত তথ্যব্যাংক।


o বিশ্বের প্রধান প্রধান নদ-নদী
o বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ, খাল ও দ্বীপ
o বিশ্বের প্রধান প্রধান সমুদ্র বন্দর
o আলোচিত বিতর্কিত ভূমিসমূহ
o বিশ্বের কয়েকটি সীমান্তবর্তী ভূমি/ অঞ্চল
o বিশ্বের গুরুত্বপূর্ণ লাইন ও সীমারেখা
o বিশ্বের বিখ্যাত অন্তরীপ ও আন্তর্জাতিক রুট
o বিশ্বের কতিপয় রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থান
o বিশ্বের কতিপয় সামরিক ঘাটি ও অবস্থান
o বিশ্বের কয়েকটি সামরিক অপারেশন
o পারমাণবিক বিস্ফোরণ অঞ্চল/ স্থান

o বিশ্বের উল্লেখ্যযোগ্য যুদ্ধ
o বিশ্বের উল্লেখযোগ্য চুক্তি
o বিশ্বের ইতিহাসে স্মরণীয় ঘটনা ও সাল (অটোমেটিকলি)
o গুরুত্বপূর্ণ দিবসসমগ্র (জাতীয় ও আন্তর্জাতিক) সমন্বয়তত্ত্ব

o বিশ্বের বিভিন্ন জিনিসের উৎপত্তিস্থল/ সুত্রিকাগার
o বিশ্বের প্রধান ধর্মসমূহ
o বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্ব (........+ সাম্প্রতিক)
o আন্তর্জাতিক Abbreviations

o বিশ্বের বিখ্যাত সংবাদ সংস্থাসমূহ
o বিশ্বের বিখ্যাত/ উল্লেখ্যযোগ্য গণমাধ্যম ও জরিপ প্রতিষ্ঠান
o বিশ্বের বিখ্যাত লাইব্রেরী
o বিশ্বের বিখ্যাত যাদুঘর
o বিশ্বের বিখ্যাত গ্রন্থসমূহ
o ক্রীড়াজগৎ (অলিম্পিক, বিশ্বকাপ ................... ইত্যাদি)

3★
o বিশ্ব পরিচিতি
o বিশ্বের বিভিন্ন অঞ্চল ও বিশেষ অঞ্চল পরিচিতি
o বিশ্বের বিভিন্ন দেশের/ স্থানের ভৌগলিক উপনামসসমূহ
o বিশ্বের বিভিন্ন দেশের/ স্থানের প্রাচীন ও নতুন নাম
o বিভিন্ন দেশের উপনিবেশিক পরিচিতি
o এশিয়ার দর্শনীয় স্থান ও বস্তু
o বিশ্বের বিভিন্ন জলপ্রপাত, মরুভূমি ও অন্যান্য
o সমান্তরাল/ অক্ষরেখাসমূহ
o আন্তর্জাতিক সীমা চিহ্নিতকরন রেখাসমূহ
o তথ্য ভিন্নতা (কোথায়/ কোনটি)
o বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ/ স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ
o বিশ্বের কয়েকটি কেলেঙ্কারির তথ্য
o বিশ্বের বিখ্যাত মিউজিয়াম ও পার্কসমূহ
o উপমহাদেশের বিখ্যাত স্থাপত্য ও নির্মাতা
o বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
o বিশ্বের বিভিন্ন গেরিলা সংগঠন
o বিশ্বের গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহ
o বিশ্বের বিমান সংস্থাসমূহ ও দেশ
o বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্ব (কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ)
o বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের উপাধি
o বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখ্যযোগ্য উপজাতি ও নৃগোষ্ঠী
o বিশ্বের বৃহত্তম, গভীরতম, উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম।


2★
o প্রাচীন যুগীয় ও অন্যান্য দার্শনিক
o বিশ্ব ইতিহাসে বিভিন্ন ব্যক্তির নির্বাসন
o ভিন্নার্থক অর্থে কাছাকাছি শব্দ (আন্তর্জাতিক)
o কতিপয় শব্দসংক্ষেপ (আন্তর্জাতিক)

1★
o বিশ্ব জনসংখ্যা পরিসংখ্যান (বিভিন্ন দেশের অবস্থান)
o প্রাচীন সভ্যতাসসমূহ
o বিভিন্ন খেলার উদ্ভবের ইতিহাস ও উৎসস্থল
o বিভিন্ন দেশের জাতীয় খেলা
o বাজেয়াপ্ত কিছু সাহিত্যকর্ম
o বিখ্যাত ব্যক্তিদের জীবনকাল
o বিশ্বের কতিপয় গ্রন্থ ও উৎসর্গ



গ.→ অন্যান্য Fundamental

5★
o বিভিন্ন শাস্ত্র/ তত্ত্ব/ ধারণা ও জনক
o বিখ্যাত চিত্রকর্ম ও চিত্রকর
o পরিবেশ


4★
o উক্তি ও প্রবক্তা
o এইডস

3★
o বিজ্ঞান পরিক্রমা
o কম্পিউটার বার্তা
o বৈজ্ঞানিক যন্ত্রপাতি

2★
o সময় পরিমাপ বিষয়ক: দশক, রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, শতাব্দী, সার্ধশত।

1★
o বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আবিষ্কারক।


DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639