সমাজ ও সংস্কৃতি
"ক্যাম্পাস" নামক আমার প্রিয় একটি ফেসবুক পেজে "সোয়াইবা খন্দকার" নামক এক মেয়ের প্রকাশিত লেখা পড়ে তার লেখার উত্তর দেওয়ার ইচ্ছা জাগলো তাই উত্তর দিলাম।
সে লিখেছে—
টাইমপাস আসলে কি?প্রেমের নামে অভিনয়?
একাধিক মেয়েকে I Love U বলা?আর যে তোমাকে অধিক পরিমাণে ভালোবাসে তাকে যেভাবে ইচ্ছা ইউস করো,ইমোশনালি,ফিজিকালি ইউস করে আবার আরেকজন অধিক ভালোবাসা ধারীর কাছে যাওয়া,
কিসের লোভ তোমার?কি পাবে এই অসম্ভব নোংরা টাইমপাসে?
সময় ঘুরে যাবে,পৃথিবী ও উল্টে যাবে কিন্তু,একদিন সেই মেয়েটি যার সাথে টাইমপাস করেছো তার মত পরিস্থিতি তে তোমার মেয়ে থাকবে কিন্তু,থাকতেই হবে,
এতো কান্না জলের হিসাব মিথ্যা বিচারে হেরে যাবেনা কিন্তু সেদিন,
নিজেকে হিরো ভাবো?হাজার হাজার মেয়ে পাগোল তোমার জন্য?
যেই জিনিসটা সবচেয়ে সস্তা তারই কিন্ত খদ্দের হাজার হাজার হয় জানো নিশ্চই,
এতো কিছুর পর ভালো বউ ঘরে তুলবে?আর ঐ মেয়েগুলো?যাদের বউ করার স্বপ্ন দেখিয়েছিলে?
বিধাতা তোমাকে ঐত সহজে ছেড়ে দিবে?জানো কি জেনাকারী দের সঙ্গী ঠিক তার মতই জেনাকারী হয়,
তোমার শাস্তি তো তুমি পাবেই,শেষ বয়সে হাজার অসুখ,সন্তানদের লান্চনা,গন্জনা, তোমার বড়লোক সুন্দরী বউএর পরকিয়া সহ্য হবে তো?
হিসাব তোলা থাকলো
প্রতিটা ন্যানো সেকেন্ডের মূল্য দিতে হবে তোমাকে
আমার উত্তর হলো—
সেটা ছেলেদেরকে না বলে মেয়েদেরকে বলো। সহজ সরল সাদামাটা সোজা কথা বলা ছেলেদের তো তাদের ভালো লাগে না; ভালো লাগে চিটিংবাজ কৌশলী ছেলেদের। অার ধোকা খাওয়ার পর বলে ছেলেরা সব খারাপ। সে যে লোভে পড়ে খারাপ ছেলের ফাঁদে পা দিয়েছিল তা সে বুঝে না কেন? সত্যের জগৎ সাদাকালো হয়, অতিরঞ্জিত হয় না, এটা মেয়েদের বোঝা দরকার।
সব কথার মূল কথা, যে ছেলে অনৈতিক কাজের প্রস্তাব দেয় সেই মেয়ে তার সাথে ব্রেকঅাপ না করে বরং তার অনৈতিক আবদারকে প্রশ্রয় দেয় কেন?
প্রতারক শ্রেণির ছেলেদের লুচ্চামির ফাঁদ পাতানো মিষ্টি কথায় বোকা, লোভী মেয়েরা ভোলে কেন?
ধুমপান বন্ধের সমাধান হলো সিগারেট উৎপাদন বন্ধ করা; সিগারেটের প্যাকেটে 'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' লিখে দিয়ে ধুমপান বন্ধ করা সম্ভব নয়।
তেমনি এই সমস্যার সমাধান মেয়েদের হাতে, ছেলেদের হাতে নয়।
-মেহেদী হাসান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
"ক্যাম্পাস" নামক আমার প্রিয় একটি ফেসবুক পেজে "সোয়াইবা খন্দকার" নামক এক মেয়ের প্রকাশিত লেখা পড়ে তার লেখার উত্তর দেওয়ার ইচ্ছা জাগলো তাই উত্তর দিলাম।
সে লিখেছে—
টাইমপাস আসলে কি?প্রেমের নামে অভিনয়?
একাধিক মেয়েকে I Love U বলা?আর যে তোমাকে অধিক পরিমাণে ভালোবাসে তাকে যেভাবে ইচ্ছা ইউস করো,ইমোশনালি,ফিজিকালি ইউস করে আবার আরেকজন অধিক ভালোবাসা ধারীর কাছে যাওয়া,
কিসের লোভ তোমার?কি পাবে এই অসম্ভব নোংরা টাইমপাসে?
সময় ঘুরে যাবে,পৃথিবী ও উল্টে যাবে কিন্তু,একদিন সেই মেয়েটি যার সাথে টাইমপাস করেছো তার মত পরিস্থিতি তে তোমার মেয়ে থাকবে কিন্তু,থাকতেই হবে,
এতো কান্না জলের হিসাব মিথ্যা বিচারে হেরে যাবেনা কিন্তু সেদিন,
নিজেকে হিরো ভাবো?হাজার হাজার মেয়ে পাগোল তোমার জন্য?
যেই জিনিসটা সবচেয়ে সস্তা তারই কিন্ত খদ্দের হাজার হাজার হয় জানো নিশ্চই,
এতো কিছুর পর ভালো বউ ঘরে তুলবে?আর ঐ মেয়েগুলো?যাদের বউ করার স্বপ্ন দেখিয়েছিলে?
বিধাতা তোমাকে ঐত সহজে ছেড়ে দিবে?জানো কি জেনাকারী দের সঙ্গী ঠিক তার মতই জেনাকারী হয়,
তোমার শাস্তি তো তুমি পাবেই,শেষ বয়সে হাজার অসুখ,সন্তানদের লান্চনা,গন্জনা, তোমার বড়লোক সুন্দরী বউএর পরকিয়া সহ্য হবে তো?
হিসাব তোলা থাকলো
প্রতিটা ন্যানো সেকেন্ডের মূল্য দিতে হবে তোমাকে
আমার উত্তর হলো—
সেটা ছেলেদেরকে না বলে মেয়েদেরকে বলো। সহজ সরল সাদামাটা সোজা কথা বলা ছেলেদের তো তাদের ভালো লাগে না; ভালো লাগে চিটিংবাজ কৌশলী ছেলেদের। অার ধোকা খাওয়ার পর বলে ছেলেরা সব খারাপ। সে যে লোভে পড়ে খারাপ ছেলের ফাঁদে পা দিয়েছিল তা সে বুঝে না কেন? সত্যের জগৎ সাদাকালো হয়, অতিরঞ্জিত হয় না, এটা মেয়েদের বোঝা দরকার।
সব কথার মূল কথা, যে ছেলে অনৈতিক কাজের প্রস্তাব দেয় সেই মেয়ে তার সাথে ব্রেকঅাপ না করে বরং তার অনৈতিক আবদারকে প্রশ্রয় দেয় কেন?
প্রতারক শ্রেণির ছেলেদের লুচ্চামির ফাঁদ পাতানো মিষ্টি কথায় বোকা, লোভী মেয়েরা ভোলে কেন?
ধুমপান বন্ধের সমাধান হলো সিগারেট উৎপাদন বন্ধ করা; সিগারেটের প্যাকেটে 'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' লিখে দিয়ে ধুমপান বন্ধ করা সম্ভব নয়।
তেমনি এই সমস্যার সমাধান মেয়েদের হাতে, ছেলেদের হাতে নয়।
-মেহেদী হাসান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন