রবিবার, ১৪ জুন, ২০১৫

ঢাবি "খ" ইউনিট ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স !

DU Kha Unit

!

"ঢাবি" তে ভর্তি পরীক্ষার সুযোগ এখন মাত্র ১ বার। তাই নিজেকে প্রতিযোগিতার জন্য উপযুক্তরূপে প্রস্তুত করার জন্য পড়াশুনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা আবশ্যক। এসব কৌশল শেখার জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট লার্নিং সিস্টেম; আর সেভাবেই আমরা সাজিয়েছি "ঢাবি খ ইউনিট" ভর্তির প্রাইভেট প্রোগ্রাম! সে লক্ষ্যেই আমরা অফার করলাম "ঢাবি খ ইউনিট" ভর্তির উৎসভিত্তিক সাজেশন্স!


[] বাংলা

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
১. পাঠ্যবই (গদ্য ও কবিতা)
২. বাক্যের ভুলের সংখ্যা নির্ণয়
৩. ণত্ব বিধান ও ষত্ব বিধান
৪. শব্দের অর্থ/ সমার্থক শব্দ
৫. বিপরীতার্থক শব্দ
৬. পারিভাষিক শব্দ
৭. সঠিক বঙ্গানুবাদ
৮. বাগধারা/ প্রবাদ প্রবচন
৯. সন্ধি/ সমাস
১০. উপসর্গ/ অনুসর্গ

** এছাড়াও যেসব বিষয় হতে প্রায়ই প্রশ্ন হয়:
১. প্রকৃতি ও প্রত্যয়
২. বাক্যে ক্রিয়ার বিভিন্ন রূপ পরিচিতি
৩. বাক্য সংকোচন
৪. ব্যুৎপত্তি নির্দেশ
৫. শুদ্ধ শব্দ নির্ণয়
৬. বাক্য প্রকরণ
৭. শব্দ গঠন

# পাঠ্যবই এর প্রশ্ন মডেল
* লেখক- জন্ম, মৃত্যু ও বিশেষ সাল/ উপাধি/ ছদ্ননাম
* লেখা- পত্রিকা/ প্রকাশ সাল/ সম্পাদক
*** উপকরণ- লেখার অন্তর্গত বিষয়াবলী;
যেমন- 'কৌপীন' শব্দটি 'সাহিত্যে খেলা' রচনার অন্তর্গত।
~ নীল পেন্সিল < হৈমন্তী


[] English

*** প্রতি বছরই যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়:
1. Text Book
2. Forms of Word
3. Correct Sentence Selection
4. Appropriate Preposition
5. Linking Words
6. Synonym
7. Antonym
8. Correct Spelling
9. Either _ or/ neither _ nor
10. Tag Question
11. সঠিক ইংরেজি অনুবাদ
12. Right Forms of Word / Verb
13. Subject- Verb Agreement

** এছাড়াও অধ্যয়ন করতে হবে:
1. Conditional Sentence
2. Use of Articles
3. Idioms and Phrases
4. Group Verbs
5. English Literature Info.

# Question Model of Text Book:
*** Word Meaning/ Synonym/ Antonym/ Derivatives (Word Formation):
(i) Which pair of words is synonymous?
→ waste, trash
From: Unit Six> Lesson-2> Work-"B" and "C"
(ii) "Contaminate" means___________.
→ pollute
From: Unit Six> Lesson-2> Work-"C"> Line-"9"
(iii) "Niche" means___________?
→ hollow
From: Unit Four> Lesson-5> Work-"A"> Line-"15"
(iv) The word "Substantiate" is a/an __________.
→ verb
From: Unit Fifteen> Lesson-3> Work-"B"> Line-"4"> Word-"3"
*** Fill in the blank:
(i) Camping _________ usually provide facilities _________ entertainment.
→ sites, for
From: Unit Four> Lesson-1> Work-"C"> Line-"23"
(ii) He got a ________ of land ________ his village.
→ lease, in
From: Unit Twenty> Lesson-3> Work-"B"> Line-"11"
(iii) One of the ________ of globalization is cultural ________.
→ effects, assault
From: Unit Twenty-one> Lesson-5> Work-"D"> Line-"Headline"

*** Textual Grammar:
(i) Choose the correct sentence.
→ His hair is not straight but curly.
From: Unit Five> Lesson-1> Work-"E"> Line-"5"
*** Textual English Literature
(i) In Shelley's "Ozymandias" 'frown', and 'sneer of cold command' are seen on _________.
→ shattered visage
From: Unit Seventeen> Lesson-7> Work-"B"
* Textual G.K.
(i) The Taj Mahal is a/an ________ monument of the ________ century.
→ Moghal, 17th
From: Unit Eighteen> Lesson-4> Work-"C"> Line-"2"


[] সাধারণ জ্ঞান:

*** যেসব বিষয়ের উপর প্রশ্ন হয়/ প্রশ্ন মডেল:
১. সাধারণ 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

২. সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান':
√ বাংলাদেশ
√ বিশ্ব

৩. মৌলিক জ্ঞান:
√ অর্থনীতি
√ পৌরনীতি
√ সমাজবিজ্ঞান
√ ইতিহাস
√ ভূগোল
ও অন্যান্য

প্রশ্নের উৎস: প্রতি বছরই যেসব বিষয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয় তার উৎসসমূহ নিম্নরূপ-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত (R1+A1) M+
২. বিজ্ঞান ও প্রযুক্তি / কম্পিউটার M+
৩. শব্দের উৎস ভাষা নির্ণয় M+
৪. সংবিধান, সংসদ ও মন্ত্রণালয় Q1.M+
৫. মুক্তিযুদ্ধ ও অন্যান্য স্বাধিকার আন্দোলন M+
৬. ইতিহাস/ জনপদ/ ঐতিহাসিক নিদর্শন Q1.M+
৭. "___" গ্রন্থটির লেখক কে? M+
৮. শিক্ষা ব্যবস্থা এবং উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি M+
৯. রিপোর্ট- সমীক্ষা Q1.M+
১০. "___" এর প্রবক্তা কে? M+
১১. "___" কোন বিষয়ের অধ্যয়ন? M+
১২. পদক-পুরষ্কার-সম্মাননা M+
১৩. সরকার ও এর অঙ্গসংগঠন সম্পর্কিত M+
১৪. জাতিসংঘ/ সার্ক M+
১৫. বিভিন্ন দেশের রাজধানী, পার্লামেন্ট ও মুদ্রার নাম এবং কেন্দ্রীয় ব্যাংকের নাম M+
১৬. দূর্যোগ- দূর্ঘটনা M+
১৭. পজিটিভ বাংলাদেশ (আবিস্কার, উন্নয়ন এবং অবদান) M+
১৮. জয়িতা (বিশ্বে নারীদের বিশেষ পদ গ্রহণ ও অবদান) M+
১৯. চুক্তি-সনদ-সম্মেলন M+
২০. খেলাধুলা (Ban1+ Wor1) M+
২১. আন্দোলন/ বিদ্রোহ/ প্রতিবাদ
২২. বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন/ প্রতিষ্ঠান
২৩. দেশিয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সম্পর্কিত
২৪. বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ ও বিপ্লব (May be)
২৫. পরিবেশ (আবহাওয়া ও জলবায়ু) রক্ষায় সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম M+
২৬. বাংলাদেশের নদ-নদী M+
২৭. বাংলাদেশের প্রাকৃতিক ও শক্তি সম্পদ
২৮. রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কিত
২৯. বিখ্যাত স্থাপনা/ ভাস্কর্য (May be)
৩০. দেশিয় ও বৈদেশিক বিখ্যাত চলচ্চিত্র
৩১. বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩২. বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বসমূহ
৩৩. তারিখ/ প্রতিদিনের বিশ্ব (জানুয়ারি হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত) M+
যেমন- "--ঘটনাটি--" কোন তারিখে হয়েছে?


প্রশ্ন বিশ্লেষণ!
(২০১১ সালের প্রশ্ন বিশ্লেষণ):

[] বাংলা:
√ টেক্সট বুক- ৮ টি
√ ভাষা জ্ঞান- ৪ টি
√ ব্যাকরণ- ১১ টি
√ অন্যান্য- ২ টি
মোট= ২৫ টি
এখানে,
~ পাঠ্যবই হতে ব্যাকরণ- ১ টি

[] English:
√ Text Book- 6 Qus
√ Grammar- 7 Qus
√ LK- 3 Qus
√ Passage- 8 Qus
√ Others- 1 Qu
Total= 25 Questions
এখানে,
~ Vocabulary সমূহ LK এর অন্তর্ভুক্ত যা,
Text Book হতে- 3 Qus
সাধারণভাবে- 1 Qu (Passage হতে)

[] সাধারণ জ্ঞান:
√ সাধারণ 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ৭টি
বিশ্ব- ৬টি
মোট= ১৩টি
√ সাম্প্রতিক 'সাধারণ জ্ঞান'
বাংলাদেশ- ১৪টি
বিশ্ব- ৯টি
মোট= ২৩টি
√ মৌলিক জ্ঞান
মোট= ১৪টি
+ সর্বমোট= ৫০টি
এখানে,
~ গত বছরের প্রশ্ন হতে Repeat প্রশ্ন হয়েছে:
বাংলাদেশ- ২টি
বিশ্ব- ১টি
মোট= ৩টি (সাম্প্রতিক সাধারণ জ্ঞান)

---
© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন